shono
Advertisement

বিস্কুট চুরির শাস্তি! চার কিশোরকে খুঁটিতে বেঁধে গণপিটুনি বিহারে, ভাইরাল ভিডিও

অভিযুক্তকে কড়া শাস্তি দেওয়া হবে, জানিয়েছে পুলিশ।
Posted: 10:52 AM Oct 31, 2023Updated: 10:52 AM Oct 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোকান থেকে বিস্কুট-চিপস, চুরি অভিযোগে চার কিশোরকে বেঁধে গণপিটুনির অভিযোগ উঠল। বিহারের বেগুসরাইতে ঘটেছে এই নৃশংস ঘটনাটি। খবর পেয়েই পুলিশ গিয়ে চার কিশোরকে উদ্ধার করে। ইতিমধ্যেই এই মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। তবে এই ভিডিও আপলোড হওয়া নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement

ঠিক কী ঘটেছিল? বিহার (Bihar) পুলিশ সূত্রে খবর, দোকান থেকে চিপস ও বিস্কুটের কয়েকটি প্যাকেট চুরি করেছিল চার কিশোর। তবে দোকানের মালিকের হাতে ধরা পড়ে যায় তারা। চুরির শাস্তি দিতে দোকানের সামনেই জড়ো হয়ে যায় গ্রামবাসীরা। চার কিশোরের হাত খুঁটিতে বেঁধে বেধড়ক গণপিটুনি দেওয়া হয়। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে নৃশংস ভিডিও। 

[আরও পড়ুন: নেই বেড, ডাক্তাররাও উদাসীন, যোগীরাজ্যে বিনা চিকিৎসায় মৃত প্রাক্তন বিজেপি সাংসদের ছেলে!]

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উন্মত্ত জনতার হাত থেকে কোনওমতে উদ্ধার করা হয় চার কিশোরকে। আপাতত তাদের নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বেগুসরাইয়ের এসপি যোগেন্দ্র কুমার বলেন, “চারজনকে এইভাবে মারধর করে খুব ভুল করেছেন দোকানের মালিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। নাবালকদের বিরুদ্ধে এমন পদক্ষেপ করা গুরুতর অপরাধ।”

চার কিশোরের পরিবারকেও বলা হয়েছে, আলাদা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে। কিন্তু গত ২৮ অক্টোবর এই ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত চার কিশোরের পরিবার আলাদা করে কোনও অভিযোগ জমা পড়েনি। তবে আবারও পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের বয়ান রেকর্ডের চেষ্টা করবে পুলিশ। যোগেন্দ্র জানান, দোকান মালিকের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।

[আরও পড়ুন: বড় সার্টিফিকেট! প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেপ্তারির মাঝেই রাজ্যে রেশন বণ্টনের প্রশংসায় দিল্লি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement