shono
Advertisement

হিংসায় উত্তপ্ত উত্তরাখণ্ড, মৃত অন্তত ৪, আহত ২৫০

হালদয়ানি শহরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। অশান্তি এড়াতে বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল ও দোকান। জারি হয়েছে কারফিউ। প্রয়োজনে শুট অ্যাট সাইটের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।
Posted: 09:20 AM Feb 09, 2024Updated: 09:27 AM Feb 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত উত্তরাখণ্ডের (Uttarakhand) হালদয়ানি। ইতিমধ্যেই অশান্তির জেরে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত অন্তত ২৫০ জন। গোটা শহরজুড়ে কারফিউ জারি করেছে প্রশাসন। বন্ধ ইন্টারনেট পরিষেবা। দাঙ্গাকারীদের দেখলেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Advertisement

ঠিক কী ঘটেছে দেবভূমিতে? জানা গিয়েছে, হালদয়ানির ভানবুলপুরা এলাকায় বেআইনিভাবে তৈরি মসজিদ ও মাদ্রাসা ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ কার্যকর করতে গিয়েই স্থানীয় জনতার প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ও সরকারি আধিকারিকরা। বুলডোজার দিয়ে মসজিদ ভাঙা শুরু হতেই পুলিশের দিকে পাথর ছোড়ে উন্মত্ত জনতা। পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশও। সংঘর্ষের জেরে গুরুতর আহত হন ৫০ জন পুলিশকর্মী।

[আরও পড়ুন: পিকনিক থেকে ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবি, উদ্ধার মহিলার দেহ, নিখোঁজ একাধিক]

এরপরে স্থানীয় থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জ্বালিয়ে দেওয়া হয় বাস, মোটরবাইক। শুধু পুলিশ নয়, সরকারি আধিকারিক, সাংবাদিক সকলের দিকেই পাথর ছুড়তে থাকে বিশাল জনতা। সেখানে শামিল ছিলেন প্রচুর মহিলারাও। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতেই বিশেষ বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে। ১৪৪ ধারা জারি হয়েছে গোটা হালদয়ানিতে। অশান্তি যেন ছড়াতে না পারে সেই জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। সমস্ত স্কুল এবং দোকান বন্ধ রাখা হচ্ছে।

কড়া হাতে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ডাক দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। আমজনতাকে শান্তি বজায় রাখার অনুরোধ করে ঘটনাস্থলে বিশাল বাহিনী মোতায়েন করেছেন। উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন, প্রয়োজন পড়লে দাঙ্গাকারীদের দেখামাত্র গুলি চালাতে হবে।

[আরও পড়ুন: UPA আমলেই দুরবস্থা চরমে, দেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র পেশ নির্মলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement