shono
Advertisement
Kalyan Banerjee

দেশবরণ্য আম্বেদকরকে অপমান, অমিত শাহের পদত্যাগ চাইলেন কল্যাণ

রাজ্যের বিজেপি নেতাদেরও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ।
Published By: Suhrid DasPosted: 08:03 PM Dec 22, 2024Updated: 08:40 PM Dec 22, 2024

সুমন করাতি, হুগলি: বাবাসাহেব আম্বেদকরকে অপমান করা হয়েছে। সেই অভিযোগ তুলে লোকসভায় তীব্র বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধীরা। গত সপ্তাহে বিক্ষোভের কারণে লোকসভার অধিবেশন মুলতবিও হয়ে যায়। এবার কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

রবিবার মাহেশের জগন্নাথ মন্দিরে বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তিনি বলেন, "যেভাবে বাবাসাহেব আম্বেদকরকে অপমান করা হয়েছে, তাতে এখনই অমিত শাহের পদত্যাগ করা উচিত।" তিনি আরও বলেন, "শুধু অমিত শাহ নন, বিজেপি নেতারা পণ্ডিত নেহরু থেকে শুরু করে একের পর দেশবরেণ্য নেতাদের অপমান করছেন, তা দুর্ভাগ্যজনক। তিনবার ক্ষমতায় আসার পর এঁরা দম্ভে মত্ত হয়ে উঠেছেন।" কল্যাণের কথায়, "শান্তি চাই। ভারতবর্ষে যে অশান্তির আগুন লাগিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাঁর থেকে শান্তি চাই।"

শুধু কেন্দ্রীয় সরকারই নয়, রাজ্যের বিজেপি নেতাদেরও নিশানা করেছেন তৃণমূলের এই পোড়খাওয়া নেতা। বাংলার ভারত-বাংলাদেশ অরক্ষিত সীমান্ত নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে বিজেপি দোষারোপ করছে। চলতি সময়ে রাজ্যের একাধিক জায়গায় বেশ কয়েক জন জঙ্গিও ধরা পড়েছে। সীমান্ত ইস্যুতে পালটা কটাক্ষ করেছেন কল্যাণ। তিনি বলেন, "অনুপ্রবেশ আটকাবে কে? বিএসএফ রয়েছে, আটকানোর দায়িত্ব তো ওদের। অনুপ্রবেশ হলে সেটাও তো অমিত শাহের দোষ। আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছেন, তাঁদের জন্য হচ্ছে।"

এদিন সকালে মাহেশের মন্দিরে ভক্তের ঢল নামে। মঙ্গল আরতির পরে সোনার মুকুট পরানো হয় প্রভু জগন্নাথকে। যজ্ঞে উপস্থিত ছিলেন সাধুসন্তরা। ট্রাস্টি বোর্ডের সভাপতি অসীম পণ্ডিত বলেন, "আজ এই বিশ্বশান্তি যজ্ঞ উপলক্ষে পাঁচ হাজার মানুষের মধ্যে প্রভু জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবাসাহেব আম্বেদকরকে অপমান করা হয়েছে।
  • অমিত শাহের পদত্যাগ দাবি করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
  • মাহেশের মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ।
Advertisement