সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানওয়ার যাত্রায় বিপত্তি! গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ তীর্থযাত্রীর। জখম ১০-১১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিহারে বাঁকা জেলায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল নিয়ে যস্ত গৌড়নাথ মহাদেব মন্দিরে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। সেই সময় বেপরোয়া গাড়ির তলায় চাপা পড়েন ভক্তরা। ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের একটি ভ্যান জ্বালিয়ে দেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন কানওয়ার যাত্রী মহাদেবের মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন, সেই সময় একটি গাড়ি ধাক্কা মারে তাঁদের। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ গেলে উত্তেজিত জনতা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে যান সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অবিনাশ কুমার। তিনি বলেন, "খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই। দুর্ঘটনায় ১০-১১ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার জনের মৃত্যুর খবর পেয়েছি। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।" স্থানীয় এসডিপিও বলেন, "দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে।"
অন্যদিকে, উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের বলরামপুর রোডে দুর্ঘটনার কবলে পড়ে তীর্থযাত্রী বোঝাই একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। কমপক্ষে ২০ জন আহত।