সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির রুদ্ররোষে বাণিজ্যনগরী মুম্বই (Mumbai)। দুর্যোগের নয়া চেহারা দেখল আরব সাগরের তীরের শহর। এদিন ধুলোঝড়ে বিপর্যস্ত হয় বিস্তীর্ণ এলাকা। সোমবার বিকেলের ঝড়ের দাপটে পরিত্রাহি অবস্থা হয় বাণিজ্যনগরীর বাসিন্দাদের। প্রবল হাওয়ার দাপটে ঘাটকোপর এলাকায় ভেঙে পড়ে একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। ওই বিলবোর্ডের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৫৯ জন।
মুম্বইয়ের দুর্যোগের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। তার মধ্যে একটিতে দেখা গিয়েছে, একটি পেট্রোল পাম্পের উপর ভেঙে পড়ছে বিশালাকার একটি বিলবোর্ড। তাতে চাপা পড়ে বহু মানুষ। আশঙ্কা করা হচ্ছে বিলবোর্ডের তলায় আশপাশের এলাকার অনেকেই চাপা পড়েছেন। ইতিমধ্যে ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশ কয়েকটি গাড়িও বিলবোর্ডের তলায় আটকে পড়ে। এর ফলে আহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। এদিন ধুলো ঝড়ের পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। ঝড়ে শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়।
[আরও পড়ুন: ‘এবার বিয়েটা করতেই হবে’, ভোট প্রচারে প্রশ্নের মুখে পড়ে সহাস্য উত্তর রাহুলের]
আগেই ঝড়ের পূর্বাভাস দিয়েছিল মহারাষ্ট্র আবহাওয়া দপ্তর। সতর্ক করা হয়েছিল মুম্বই, পালঘর এবং থানের বাসিন্দাদের। এর কিছু পরেই তুমুল ধুলোঝড় শুরু হয়। একটা সময়ে দৃশ্যমানতা গিয়ে পৌঁছয় প্রায় শূন্যতে। শহরের বিভিন্ন জায়গায় লম্বা যানজট দেখা দেয়। ট্রেন ও বিমান চলাচল থমকে যায়। দুর্যোগের নতুন চেহারায় থতমত শহর।