shono
Advertisement

বিক্রম চাঁদ ছুঁতেই ওড়িশায় ভূমিষ্ঠ চন্দ্রযান!

শিশুদের নামকরণে ISRO-র সাফল্য উদযাপন।
Posted: 04:40 PM Aug 24, 2023Updated: 04:40 PM Aug 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের দেশে পৌঁছে গিয়েছে ভারত! গোটা বিশ্বকে চমকে দিয়ে ইতিহাস গড়েছে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। গোটা দেশ কার্যত উৎসবের আমেজে। সেই উচ্ছ্বাসে এবার ধরা পড়ল নবজাতকের নামকরণেও। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। সেই মাহেন্দ্রক্ষণে ওড়িশার (Odisha) কেন্দ্রাপড়া জেলায় জন্মেছে বেশ কয়েকটি শিশু। তাদের নাম রাখা হল চন্দ্রযান। দেশের অভূতপূর্ব সাফল্যে এই সিদ্ধান্ত তাঁদের বাবা-মায়েদের।

Advertisement

পালকের গতিতে বিক্রম যখন চাঁদের মাটি ছুঁল, ঠিক সেই সময় কেন্দ্রাপড়া জেলা হাসপাতালে অন্তত চারটি শিশু জন্ম হয়েছে। এদের মধ্যে একটি  শিশুকন্যা। বিক্রমের চাঁদের মাটি ছোঁয়া এবং তাঁদের সন্তানের জন্মের সময় মিলে যাওয়ায় গর্বিত ওই দম্পতিরা। এক সদ্যোজাতের বাবা প্রভাত মল্লিক বলেন, “আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে আমাদের। চন্দ্রযানের সফল অবতরণের কয়েক মিনিট পরেই আমার সন্তানের জন্ম হয়েছে। তখনই সিদ্ধান্ত নিই চন্দ্রযান নাম রাখব।”

[আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুর বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকল ট্যাক্সি! প্রশ্নের মুখে নিরাপত্তা]

স্থানীয় রীতি অনুযায়ী ২১ দিনে পুজো দিয়ে শিশুদের নামকরণ করা হয়। প্রভাতের স্ত্রী রানু জানান, পুজো দিয়েই আনুষ্ঠানিক নামকরণ হবে। তবে সুন্দর নাম আগেভাগেই রাখা হল। বুধবার সন্ধ্যায় মা হয়েছেন দুর্গা মণ্ডল, জ্যোৎস্নারানি এবং বেবিনা শেঠিও। প্রত্যেকে জেলার আলাদা অঞ্চলের বাসিন্দা। তাঁরাও সন্তানের নাম রেখেছেন চন্দ্রযান। কেন্দ্রপড়া জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ পিকে প্রহরাজ জানান, চন্দ্রযান চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্তে তাঁদের সন্তানেরা ভূমিষ্ঠ হওয়ায় নিজেদের সৌভাগ্য মনে করছেন দপ্ততিরা। তিনি বলেন, “ওঁরা শিশুদের নাম চন্দ্রযান রেখে ভারতের কীর্তি উদযাপন করতে চেয়েছেন।”

[আরও পড়ুন: ‘বিজ্ঞানীরা চাঁদ থেকে ফিরলে…’, ISRO-র সাফল্যে এ কী বললেন যোগীরাজ্যের বিধায়ক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement