shono
Advertisement

রাত জেগে পার্টির পর ক্লান্তি কাটিয়ে এভাবেই হয়ে উঠুন মোহময়ী

এই টিপস আপনারও কাজে লাগবে৷ The post রাত জেগে পার্টির পর ক্লান্তি কাটিয়ে এভাবেই হয়ে উঠুন মোহময়ী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:53 PM Jan 16, 2019Updated: 09:36 PM Jan 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল মানেই নানা অনুষ্ঠান লেগেই থাকে৷ হয় পার্টি নয়তো বিয়েবাড়ি আর না হলে নিদেনপক্ষে গেট টুগেদার তো থাকবেই৷ সকালে অফিসের ব্যস্ততা তাই বাধ্য হয়ে অফিসের শেষে সন্ধেবেলাতেই যত হইহুল্লোড় করেন নিশ্চয়ই৷ ঘড়ির কাঁটার তো আর সকাল-বিকাল নেই, সে নিজের গতিতেই এগিয়ে চলে৷ সন্ধে থেকে মধ্যরাতে পৌঁছে যায় সে নিমেষেই৷ কিন্তু তখনও আপনার গল্পগুজব-আড্ডা আর শেষ হয় না৷ পরেরদিন যে আবারও অফিস যেতে হবে, তা আর তখন মনে থাকে না৷ ভোরবেলা ঘুম থেকে উঠতে গিয়ে বারবার মনে পড়ে রাতের আনন্দের কথা৷ কোনওক্রমে চোখ রগড়ে ঘুম থেকে তো নয় উঠলেন৷ কিন্তু আয়নার সামনে গিয়ে আপনি অবাক৷ চোখমুখের একি অবস্থা হয়েছে৷ এর উপর আবার গোদের উপর বিষফোঁড়ার মতো ওইদিনই যদি আপনার অফিসে থাকে গুরুত্বপূর্ণ কোনও মিটিং৷ তাহলে তো আর কথাই নেই৷ যত যাই হোক চোখেমুখে ঝিমুনিভাব নিয়ে তো আর অফিস যাওয়া যায় না৷ ভাবছেন তো, এই পরিস্থিতিতে মাত্র ১৫ মিনিটের মধ্যে কীভাবে সুন্দর হয়ে উঠবেন? কোনও চিন্তা নেই৷ তার জন্য রইল টিপস৷

Advertisement

[শীতের মরশুমে এক চুমুকেই ধরে রাখুন ত্বকের যৌবন]

আয়নার সামনে দাঁড়িয়ে না থেকে বাথরুমে যান৷ তাড়াতাড়ি ঈষদুষ্ণ জলে স্নান করুন৷ ভাল করে মুখ ধুতে কিন্তু ভুলবেন না৷ সারা শরীরে আর্দ্রতা ফিরিয়ে আনার জন্য লাগিয়ে নিন ময়েশ্চারাইজার৷

ময়েশ্চারাইজার মেখে না হয় শীতের দিনে সারা শরীরের আর্দ্রতা ফিরিয়ে আনলেন, কিন্তু রাত জাগার জেরে চোখের নিচে কালি তো পড়বেই৷ এবার পালা চোখের নিচের কালি দূর করার৷ গোটা মুখে ভাল করে লাগান কনসিলার৷ তাতেই দেখবেন মুখের চেহারা বেশ খানিকটা বদলাল৷ রাতজাগা ক্লান্ত মুখে ফিরে পাবেন সেই আগের জেল্লা৷

[শীতের দিনে ঘন ঘন পার্টি? বাড়ি ফিরে ত্বকের যত্ন নিন এভাবে]

চোখকে সুন্দর করে তুলতে পারলেই সকলের সামনে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন আপনি৷ তাই সাজিয়ে তুলুন আপনার চোখকে৷ প্রথমে চোখের নিচে হালকা করে কাজল দিন৷ চোখের উপরে লাগান আই লাইনার৷ তবে মাসকারা লাগাতে ভুলবেন না যেন৷ উজ্জ্বল মুখে সুন্দর চোখ হাতিয়ার করেই রাতের ক্লান্তি দূর করতে পারেন আপনি৷

[ওয়াক্সিংয়ে ফিরে পান আপনার যৌবন, জেনে নিন খুঁটিনাটি]

তবে মনে রাখবেন রাত জাগার পর শুধুমাত্র কনসিলারের ছোঁয়ায় দিনভর ত্বক উজ্জ্বল রাখা সম্ভব নয়৷ তাই বাড়ি থেকে বেরোবার আগে লিক্যুইড হাইলাইটার লাগিয়ে নিন৷ এভাবেই রাতের ক্লান্তিকে দূরে ঠেলে ভিড়ের মাঝে হয়ে উঠুন মোহময়ী৷

The post রাত জেগে পার্টির পর ক্লান্তি কাটিয়ে এভাবেই হয়ে উঠুন মোহময়ী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement