দেবব্রত মণ্ডল, বারুইপুর: এবার বারুইপুরের বিজেপিতে (BJP) ভাঙন। রবিবার সকালে দলের চারশোর বেশি কর্মী যোগ দিলেন তৃণমূলে। আসন্ন নির্বাচনের আগে দলের শক্তিবৃদ্ধিতে খুশি জেলা তৃণমূল নেতৃত্ব।
রবিবার সকালে ক্যানিং বাসস্ট্যান্ডে তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়। সেখানে ছিলেন জেলা পরিষদের দুই সদস্য তপন সাহা, সুশীল সরদার। ছিলেন, মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘড়ুই, মাতলা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস। সেই অনুষ্ঠান মঞ্চেই ক্যানিং ১ নম্বর ব্লকের গোপালপুর, নিকারিঘাটা, মাতলা ১, তালদি এবং বাঁশড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ওই বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর পরেশরাম দাস।
[আরও পড়ুন: মানসিক অবসাদের জের, সেফ হাউসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী করোনা রোগী]
বিজেপি কর্মীদের দলত্যাগ প্রসঙ্গে এদিন পরেশরাম দাস বলেন, “চারিদিকে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, সেই কারণেই মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়েছে। জেলার আরও বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করবেন। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ ইচ্ছে প্রকাশ করে আমাদের চিঠি দিয়েছেন।”উল্লেখ্য, গত শুক্রবার সোনারপুরের শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর রবিবার ক্যানিংয়ে যোগদান করলেন ৪০০-এর বেশি বিজেপি কর্মী। ফলে জেলায় কিছুটা হলেও শক্তিক্ষয় হল গেরুয়া শিবিরের। এ বিষয়ে জেলা বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, যারা যোগদান করেছে তাঁরা কেউই বিজেপি ছিলেন না।
[আরও পড়ুন: ফের রেকর্ড ভাঙল করোনা আক্রান্তের সংখ্যা, রাজ্যে মোট মৃত্যু দু’হাজারেরও বেশি]
The post বারুইপুরে বিজেপির শক্তিক্ষয়, তৃণমূলে যোগ দিলেন চারশোর বেশি কর্মী appeared first on Sangbad Pratidin.