shono
Advertisement

করোনা টিকাকরণ কর্মসূচির মাঝে রাজ্যে ক্রমশ কমছে দৈনিক সংক্রমিতের সংখ্যা, বাড়ছে সুস্থতা

দৈনিক মৃত্যুও কমেছে বেশ খানিকটা।
Posted: 08:31 PM Jan 20, 2021Updated: 08:47 PM Jan 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশ তথা রাজ্যেও চলছে করোনা টিকাকরণ (Covid Vaccination) কর্মসূচি। প্রথম দফায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের অনেকেই ইতিমধ্যে টিকা নিয়েছেন। বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বর টিকাকরণ কর্মসূচি অংশ দেওয়া নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। তবে তারই মাঝে স্বস্তি জাগাচ্ছে রাজ্যের করোনা গ্রাফ। বাংলায় বুধবারও সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল সুস্থতার হার। যা আশঙ্কার দিনে মনের জোর বাড়াচ্ছে সাধারণ মানুষের। 

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪০৯ জন। তবে কলকাতাকে পিছনে ফেলে জেলাওয়াড়ি দৈনিক আক্রান্তের নিরিখে এদিনও উত্তর ২৪ পরগনা (North 24 Paragana) এগিয়ে। সেখানে আক্রান্ত হয়েছেন ১০৯ জন। কলকাতায় (Kolkata) একদিনে সংক্রমিত ৮৯ জন। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬৬ হাজার ৪৮২ জন। সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্যাও কমেছে ক্রমশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে মাত্র ৬ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণহানি হয়েছে ১০ হাজার ৮০ জনের। তবে এই কঠিন পরিস্থিতিতে বাংলাবাসীকে সাহস জোগাচ্ছে সুস্থতার হার। কারণ, উত্তরোত্তর বাড়ছে সেটি। এখনও পর্যন্ত মোট বাংলায় সুস্থ হয়েছেন ৯৭.০৪ শতাংশ করোনা রোগী। কোভিডকে হারিয়ে একদিনে বাড়ি ফিরেছেন ৫০৯ জন। যা দৈনিক সংক্রমিতের তুলনায় অনেকটাই বেশি। রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ৭২৭ জন। রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা  কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৫।

[আরও পড়ুন: ‘কর্মচারী হয়ে না থাকতে চাইলে বিজেপিতে আসতেই হবে’, রাজীবকে বার্তা শুভেন্দুর

প্রত্যেক রাজ্যবাসী এখনও করোনা টিকা পাননি। সেই প্রক্রিয়া শুরু হতে ঠিক কতটা সময় লাগবে সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি কিছুই। এই পরিস্থিতিতে করোনা (Coronavirus) সংক্রমণকে বাগে রাখার একমাত্র উপায় নমুনা পরীক্ষা। গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১০৪ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ৭৭ লক্ষ ২৩ হাজার ৩৭৬ জনের কোভিড টেস্ট হয়েছে। তার মধ্যে ৭.৩৩ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা গ্রাফ নিম্নমুখী ঠিকই। তবে সামান্য অবহেলাও বড়সড় বিপদের কারণ হতে পারে। তাই এই পরিস্থিতিতে সকলকে যথোপযুক্ত করোনা বিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর চন্দননগরের মিছিলে ‘গোলি মারো’ স্লোগান, সমালোচনায় সরব তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement