shono
Advertisement

Breaking News

ফের করোনা ভ্যাকসিন নেওয়ার পরে মৃত্যু! প্রাণ হারালেন হায়দরাবাদের স্বাস্থ্যকর্মী

প্রাথমিকভাবে টিকাকরণের সঙ্গে মৃত্যুর কারণ নেই বলে দাবি করা হয়েছে।
Posted: 09:26 PM Jan 20, 2021Updated: 09:34 PM Jan 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে উদ্বেগ ছড়াচ্ছে করোনা ভ্যাকসিনের (COVID vaccine) পার্শ্ব প্রতিক্রিয়ার খবর। টিকা নেওয়ার পর মৃত্যুর খবরে আলোড়ন ছড়ালেও কেন্দ্রের তরফে জানানো হয়েছ, টিকা নেওয়ার সঙ্গে এই মৃত্যুগুলির কোনও সম্পর্ক নেই। এরই মধ্যে ভ্যাকসিন নেওয়ার পরে আজ মৃত্যু (Death) হয়েছে আরও একজনের। হায়দরাবাদের (Hyderabad) ওই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর পরেও অবশ্য প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভ্যাকসিন নেওয়ার সঙ্গে ওই ব্যক্তির মৃত্যুর সম্পর্ক নেই।

Advertisement

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নির্মলা জেলার কুন্তলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর রাত আড়াইটে নাগাদ তাঁর বুকে ব্যথা শুরু হয়। পরে ভোর সাড়ে পাঁচটার সময় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন ওই স্বাস্থ্যকর্মীকে। ইতিমধ্যেই মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জেলার টিকাদান সংক্রান্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। পরে রাজ্যের কমিটিকে তারা তাদের রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্ট দেখার পর তা পাঠানো হবে কেন্দ্রীয় কমিটির কাছে।

[আরও পড়ুন: পরিত্রাতা ভারত! এবার কোভিড টিকা চেয়ে মোদিকে চিঠি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র প্রধানের]

এর আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদে সরকারি হাসপাতালের ৪৬ বছরের এক ওয়ার্ড বয়ের মৃত্যু হয় টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে। তবে ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, হার্টের সমস্যার কারণেই প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর পরিবারেরও দাবি, টিকা নেওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। এছাড়াও কর্ণাটকের ৪৩ বছরের এক ব্যক্তিও মারা গিয়েছেন ভ্যাকসিন নেওয়ার পরে। তাঁর মৃত্যুর ক্ষেত্রেও কারণ হিসেবে মনে করা হচ্ছে কার্ডিয়াক-পালমোনারি ফেলিওরকে। এছাড়াও ভ্যাকসিন নেওয়ার পরে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন কয়েকজন। তবে টিকা নেওয়ার কারণেই কেউ অসুস্থ হয়েছেন, এমন প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

[আরও পড়ুন: কেন্দ্রকে কৃষকদের ট্রাক্টর মিছিল রুখতে করা মামলা প্রত্যাহারের আহ্বান সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement