সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি মারপ্যাঁচে কেটে গিয়েছে ৪২ বছর। উত্তরপ্রদেশে ১৯৮১ সালে ১০ জন দলিতকে খুনের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত হন গঙ্গা দয়াল এবং তাঁর ১০ সঙ্গী। চার দশক পর বৃহস্পতিবার সেই হত্যাকাণ্ডের মামলায় সাজা ঘোষণা করল আদালত। সেই সূত্রেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৯০ বছরের গঙ্গা দয়ালের। ৫৫ হাজার টাকা জরিমানাও হয়েছে তাঁর। অনাদায়ে আরও ১৩ মাস কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক।
৪২ বছর আগে উত্তরপ্রদেশ সাদুপুরে ঘটেছিল নৃশংস হত্যাকাণ্ড। ১৯৮১ সালের ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। ১০ জন দলিতকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। হামলায় জখম হয়েছিলেন ২ জন। ঘটনায় ১০ জন অভিযুক্ত হন। একাধিক ধারায় মামলা হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে। সেই মামলা চলছিল প্রথমে মৈনপুরী আদালতে। পরে হাই কোর্টের নির্দেশে ফিরোজবাদের আদালতে স্থানান্তরিত হয় মামলা।
[আরও পড়ুন: এক জায়গায় তিন ট্রেন, ছড়িয়ে ছিটিয়ে বগি! দুর্ঘটনা কীভাবে? নানা মুনির নানা মত]
সেই মামলাতেই বৃহস্পতিবার রায় দিয়েছে ফিরোজবাদের আদালত। বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন ১০ জন। যদিও এতদিনে তাঁদের মধ্যে ৯ জনেরই মৃত্যু হয়েছে। একমাত্র জীবিত ৯০ বছরের গঙ্গা দয়াল। অন্যদের মতো তাঁর বিরুদ্ধেও যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন বিচারক। এইসঙ্গে ৫৫ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ১৩ মাস কারাদণ্ড।
[আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পরই চর্চায় রেলের ‘কবচ’, কী এই দুর্ঘটনা প্রতিরোধী প্রযুক্তি?]
চার দশক আগে হত্যাকাণ্ড মৃত দলিতদের আত্মীয়রা বলছেন, আদৌ কি ন্যায় বিচার হল? যাঁদের বিরুদ্ধে সাজা ঘোষণা হল তাঁদের ৯ জনই তো মৃত, একজনের বয়স ৯০ বছর। ক’দিন আর বাঁচবেন, শাস্তির মেয়াদ ততদিনই। অন্যদিকে সেদিন যাঁরা প্রিয়জনকে হারিয়ে বেদনাবিদ্ধ হন, তাঁরাও কেউ বেঁচে নেই। আইনের মারপ্যাঁচে ৪২ বছর ফুরিয়েছে!