shono
Advertisement

করোনা সংক্রমণের নিরিখে রাশিয়ার কাছাকাছি ভারত, মোট আক্রান্ত পেরল ৬ লক্ষ

চলতি সপ্তাহেই রাশিয়াকে পেরিয়ে যেতে পারে দেশের আক্রান্তের সংখ্যা। The post করোনা সংক্রমণের নিরিখে রাশিয়ার কাছাকাছি ভারত, মোট আক্রান্ত পেরল ৬ লক্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:59 AM Jul 02, 2020Updated: 10:00 AM Jul 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৬ লক্ষের গণ্ডি। আনলক শুরু হওয়ার পর থেকেই উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সেই ধারা বজায় থাকল বৃহস্পতিবারও। একদিনে নতুন করে সংক্রমিত হলেন ১৯ হাজারেরও বেশি মানুষ। যার জেরে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেল ৬ লক্ষের গণ্ডি।

Advertisement

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ১৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪ হাজার ৬৪১ জন। এদের মধ্যে ৩ লক্ষ ৫৯ হাজার ৮৬০
জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ২৬ হাজার ৯৪৭ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে করোনাজয়ীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার বেশি। সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে। রাশিয়া আর ভারতের সংক্রমণের সংখ্যার পার্থক্য মাত্র ৫০ হাজার। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন যে হারে সংক্রমণ বাড়ছে তাতে চলতি সপ্তাহেই রাশিয়াকে টপকে যেতে পারে ভারত।

[আরও পড়ুন: এবার বেসরকারি হাতে প্যাসেঞ্জার ট্রেন! ১০৯ রুটে ট্রেন চালাতে টেন্ডার ডাকছে রেল]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে COVID-19 আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৩৪ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৭ হাজার ৮৩৪ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ২৯ হাজার ৫৮৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৯০ লক্ষ ৫৬ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পরীক্ষার হার লাগাতার বাড়ানোর চেষ্টা করছে সরকার।

The post করোনা সংক্রমণের নিরিখে রাশিয়ার কাছাকাছি ভারত, মোট আক্রান্ত পেরল ৬ লক্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement