shono
Advertisement

মর্মান্তিক ঘটনা চেন্নাইয়ে, মন্দির সংলগ্ন জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু ৫ জনের

দেহ উদ্ধার করে দুর্ঘটনার কারণ খুঁজছে পুলিশ।
Posted: 01:25 PM Apr 05, 2023Updated: 02:35 PM Apr 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনা তামিলনাড়ুতে (Tamil Nadu)। বুধবার চেন্নাইয়ের (Chennai) একটি মন্দির সংলগ্ন জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু হল পাঁচ ব্যক্তির। মন্দিরে পুজো চলাকালীন হুড়োহুড়িতে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকল বাহনী। জলের ট্যাঙ্ক থেকে পাঁচ ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। দেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের সংখ্যা বাড়তে পারে। 

Advertisement

সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনা ঘটে। ওই সময় নাঙ্গানাল্লুরের ধর্মলিঙ্গেশ্বর মন্দিরের ভক্তরা ‘পাঙ্গুনি’ উদযাপনের জন্য মন্দির লাগোয়া একটি জলের ট্যাঙ্কের কাছে জড়ো হয়েছিলেন। চেন্নাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম এক ব্যক্তি শরীরের ভারসাম্য রাখতে না পেরে জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে অন্যরা ঝাঁপ দিলে তাঁরাও গভীর জলে তলিয়ে যান। এখনও পর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে। দেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: এয়ার ইন্ডিয়া ছেড়ে অর্ধেক বেতনের চাকরি কেন? রহস্য ফাঁস করলেন নারায়ণমূর্তি]

গভীর জলে আরও মৃতদেহ থাকার আশঙ্কায় পুলিশ এবং দমকল কর্মীরা জলে নেমে উদ্ধার কাজ চালাচ্ছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন তামিলনাড়ুর গ্রামীণ শিল্প মন্ত্রী টিএম আনবরাসন। তিনি বলেন, “পুলিশকে নির্দিষ্ট আচারের (পাঙ্গুনি) কথা আগভাগে জানালে মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত। এটা অপূরণীয় ক্ষতি।

[আরও পড়ুন: ‘সাম্প্রদায়িক মানসিকতা’, রামনবমীতে ‘মুসলিমদের উপরে হামলা’ নিয়ে ইসলামিক সংগঠনকে জবাব ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement