সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান! জুম্মার নমাজ পড়ার সময় এক মাদ্রাসায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত অন্তত ৫। আহত বহু। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। ঘটনাস্থলে রয়েছে ব্যাপক পুলিশবাহিনী, দমকল ও উদ্ধারকারী দল। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পিটিআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে খাইবারপাখতুনখোয়া প্রদেশের আক্কোরা খট্টক জেলায়। এদিন দুপুরে জুম্মার নমাজের সময় সেখানকার একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান ৫ জন। আহত কমপক্ষে ২০ জন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ইতিমধ্যেই হামলার নেপথ্যে কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। বিবৃতি দিয়ে তিনি বলেন, "কাপুরুষের মতো এই জঘন্য ঘটনা রেয়াত করা হবে না। এই সন্ত্রাসবাদের যোগ্য জবাব দেব আমরা।" প্রসঙ্গত, কয়েকদিন আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বড়সড় সন্ত্রাস দমন অভিযান চালায় পাক সেনা। তল্লাশি চালিয়ে ৩০ জন জঙ্গিকে হত্যা করে ফৌজ। প্রাথমিকভাবে জানা যায়, মৃত জঙ্গিরা তেহরিক-ই তালিবান (টিটিপি) পাকিস্তান সংগঠনের সদস্য। ফলে এই হামলায় টিটিপি-র হাত উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই টিটিপি জঙ্গি। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান এই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা। এদিকে এই অঞ্চল থেকে গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। সেখানেও চিনা আধিকারিকদের উপর বহুবার হামলা চালিয়েছে এই জঙ্গিরা। ওই অঞ্চলে লাগাতার জঙ্গি হামলায় ধাক্কা খেয়েছে পাকিস্তানের অর্থনীতিও।