সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই গরমে নাজেহাল অবস্থা। রোদ থেকে বাড়ি ফিরলেও যেন আরাম নেই। রাতে শুতে গিয়ে, বিছানা যেন আগুন। ইলেকট্রিক বিলের কথা ভেবে সব সময় কি আর এসি চালানো যায়! তাহলে উপায়? বিশেষজ্ঞরা বলছেন, এই গরমে ঘরকে শীতল বানানো যায় খুব সহজেই। শুধু একটু দরকার রুমের মেকওভার! কীভাবে?
১) প্রথমেই বদলে ফেলুন আপনার ঘরের পর্দা। হালকা পর্দার পরিবর্তে গরমের সময় ব্যবহার করুন ভারী পর্দা। রং বাছুন গাঢ়। চেষ্টা করুন দিনের বেলা সারাক্ষণ জানলার পর্দা টেনে রাখতে। তবে একেবারে অন্ধকার যাতে না হয়ে যায় সেই বিষয়টাও খেয়াল রাখুন।
২) বিছানায়া পাতুন হালকা রঙের চাদর। এতে ঘর ঠান্ডা থাকবে। চেষ্টা করুন বালিশের কভার, চাদর, সব সাদা বা অফ হোয়াইট রঙের করতে।
[আরও পড়ুন: Vastu tips: ঘরের এই জায়গায় আয়না রাখছেন! মারাত্মক বিপদ হতে পারে, জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র]
৩) ঘরের মধ্যে গাছ রাখুন। এ ক্ষেত্রে অ্যালোভেরা, মানি প্ল্যান্ট গাছকে প্রাধান্য দিন। এই দুই গাছ ঘরের উত্তাপ শুষে নিতে দারুণ কাজ করে। ঘরে একটা ঠান্ডা আমেজ থাকে। এ গাছে অবশ্যই একদিন বাদে একদিন জল দিন।
৪) ঘরের রং বাছুন হালকা। এ ব্যাপারে সাদা রংকে সবচেয়ে বেশি প্রাধান্য দিন। ব্যবহার করতে পারেন হালকা গোলাপিও।
৫) রাতের বেলা হালকা আলো জ্বালান। এতে ঘর অনেক ঠান্ডা থাকবে। যদি পারেন কিছুটা সময় লাইট অফ রেখে ঘরকে একেবারে অন্ধকার রাখুন। ঘরের মধ্যে ফুলদানিতে রাখুন হলুদ রঙের ফুল। এতে ঘরকে খুব ফ্রেশ দেখাবে। বিকেল হলে কিছুক্ষণের জন্য জানলা খুলে দিন। হাওয়া খেলতে দিন ঘরের ভিতর।