সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার কার্ড, প্যান কার্ডের মতো, ‘মেল আইডি’ও আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে৷ প্রয়োজনীয় তথ্য চালাচালি করতে নির্ভরযোগ্য এই পদ্ধতির ব্যবহার দিন দিন বাড়ছে৷ জিমেল, ইয়াহু, রেডিফ মেল এই সংস্থার মেল আইডিগুলির সাহায্যে মুহূর্তের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য, ভিডিও এক স্থান থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া যায়৷ সমীক্ষা বলছে, উক্ত মেল সাইটগুলির মধ্যে জিমেল সর্বাধিক প্রসিদ্ধ৷ অর্থাৎ মেল আইডি তৈরি করতে জিমেলকেই পছন্দ করেন বেশি সংখ্যক মানুষ৷ জানা গিয়েছে, গত একবছরে সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে বহুল পরিবর্তন এনেছে জিমেল৷ যা অনেকেরই অজানা৷
[আইপিএলের ক্যামেরার পিছনের খবর এবার ওয়েবসিরিজে ]
১- ড্রাফট করার সময় অনেক সময় ভুলবশত মেলটি কারও কাছে চলে যায়৷ এক্ষেত্রে কী করা যাবে? জিমেলের নয়া পদ্ধতিতে, সহজেই ওই প্রেরিত মেলটিকে ফেরত আনা যাবে৷ জিমেলের তরফে এখন বাড়িয়ে দেওয়া হয়েছে ‘আনডু’ করার সময়সীমা৷ ফলে ৩০ সেকেন্ডের মধ্যে ভুলবশত প্রেরিত মেলটিকে ফিরিয়ে আনা যাবে ড্রাফট বক্সে৷ জিমেলের সেটিংস বিভাগে থাকা ‘আনডু’ অপশনটিতে ক্লিক করলেই ব্যাশ!
২- লক অপশনে আরও একটা নয়া বিষয় যোগ করেছে জিমেল৷ কোনও মেল পাঠানোর আগে সেই মেলটার সঙ্গে একটা নির্দিষ্ট টাইম সেট করে দেওয়া যাবে৷ এবং যার উদ্দেশ্যে মেলটা পাঠানো হবে, তিনি মেলটি খোলার সঙ্গে সঙ্গে সেই টাইম কাউন্ট শুরু হয়ে যাবে৷ এবং ওই নির্দিষ্ট সময়ের পর আর মেলটিকে খোলা যাবে না৷
৩- অনেক সময় দেখা যায়, একাধিক ব্যক্তির সঙ্গে আপনাকেও কোনও একটি মেলে ট্যাগ করা হয়েছে৷ প্রত্যেকেই নিজের মতো মেলের উত্তর দিচ্ছে৷ এবং প্রত্যেকবারই আপনার ইনবক্সে এসে জমা হচ্ছে নয়া বাড়তি ও অপ্রাসঙ্গিক মেল৷ স্বভাবতই আপনি অস্বস্তি বোধ করবেন৷ এক্ষেত্রে নিস্তার পাওয়ার সবচেয়ে সহজ উপায় মেলটিকে মিউট করে দেওয়া৷
[অনুমতি ছাড়া গ্রুপে অ্যাড নয়, হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার]
৪- কেবল অনলাইনই নয়, এখন অফলাইনেও ব্যবহার করা যাবে জিমেল৷ সেটিংস অপশনে গেলেই পাওয়া যাবে এই অফলাইন পরিষেবা৷ এক্ষেত্রে আপনি মেল কম্পোজ করা থেকে শুরু করে, অন্য মেল দেখা, সবই করা যাবে৷ কেবলমাত্র কোনও মেল পাঠানো যাবে না৷ সেভ করে রাখা যাবে৷ ইন্টারনেট যোগ করা সঙ্গে সঙ্গে নিজের থেকেই ওই সেভ মেলটি নির্দিষ্ট লক্ষ্যে কাছে পৌঁছে যাবে৷
৫- পুরনো মেলের সন্ধান করা বা তা ডিলিট করা এখন আরও সুবিধাজনক হয়ে গিয়েছে৷ সার্চ অপশনে গিয়ে, যে মেলটার খোঁজ করছেন সেটা সম্পর্কিত কিছু লিখলে বা প্রেরকের নাম লিখলেই চলে আসবে নির্দিষ্ট মেলটি৷ এবং ডিলিট করা যাবে৷
The post Gmail-এর এই পাঁচ ব্যবহার জানলে চমকে যাবেন appeared first on Sangbad Pratidin.