সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো হত্যার গুজবে যেখানে আকছার মানুষ খুনের ঘটনা ঘটে, সেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এবার নৃশংস গো হত্যা। রেল ব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলা হল অন্তত ৫০টি গরুকে। চূড়ান্ত অমানবিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ থেকে ২০টি গরুর। চরম নৃশংসতার এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তৎপর হয়েছে পুলিশ।
সম্প্রতি সসাম মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের সাতনা নদীতে ভেসে যাচ্ছে গরুর পাল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মঙ্গলবার সন্ধ্যেয় বামহোরের কাছে এক রেল ব্রিজের উপর থেকে গরুগুলিকে নদীতে ছুঁড়ে ফেলা হয়। অন্তত ৫০টি গরুকে ফেলা হয়েছিল, যার মধ্যে ১৫ থেকে ২০টি গরুর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা হল বেটা বাগরি, রবি বাগরি, রামপাল চৌধুরী এবং রাজলু চৌধুরী। এই ৪ জনের পাশাপাশি আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নদীতে যে গরুগুলি ভেসে গিয়েছে তার মধ্যে কিছু গরুকে উদ্ধার করেছে পুলিশ।
[আরও পড়ুন: মুসলিম ঘেঁষা নামে ‘কাঁচি’! রাতারাতি ৮ স্টেশনের নাম বদল যোগীরাজ্যে]
পুলিশের তরফে জানানো হয়েছে, যারা এই ঘটনায় যুক্ত তাদের খোঁজ শুরু হয়েছে। ৪ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। কতগুলি গরুকে ছুঁড়ে ফেলা হয়েছিল সে সংখ্যাটা আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। তবে অনুমান অন্তত ৫০টি গরু ছিল। যার কিছু উদ্ধার হলেও বেশিরভাগ গরু নিখোঁজ।
[আরও পড়ুন: ‘এনাফ ইজ এনাফ’, আর জি কর কাণ্ডে এবার ক্ষোভে ফেটে পড়লেন রাষ্ট্রপতি মুর্মু]
উল্লেখ্য, গো বলয়ের অন্যতম প্রধান রাজ্য হিসেবে উঠে আসে মধ্যপ্রদেশ। বিজেপি শাসিত এই রাজ্যে গো হত্যা ও গো-সম্পর্কিত হিংসার বিরুদ্ধে রয়েছে কড়া আইন। গরু পাচার সন্দেহে একাধিকবার গণপিটুনি ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই রাজ্যে। সেখানেই এবার এতগুলি গরুকে নৃশংস হত্যার ঘটনার স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।