shono
Advertisement

ব্যাংকে ওভারড্রাফট ৫০ কোটি? বিপত্তি রাজ্য বিজেপির

কোথায় এত খরচ, শুরু হয়েছে খোঁজ।
Posted: 10:58 AM Mar 10, 2023Updated: 10:59 AM Mar 10, 2023

অপরাজিতা সেন: রাজ্য বিজেপির ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কি কোনও সমস্যা হয়েছে? দলীয় সূত্রে খবর তেমনই। জানা গিয়েছে, পরিস্থিতি এতটাই জটিল যে ব্যাংক কর্তৃপক্ষ বিজেপির (BJP) অ্যাকাউন্ট থেকে টাকা তোলা আপাতত বন্ধ করে দিয়েছে। দিল্লিতে খবর গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, রাজ্য বিজেপির অ্যাকাউন্ট আছে পিএনবি-তে (PNB)। দলের বিভিন্ন শাখার অ্যাকাউন্টও এখানেই। বুধবার ও বৃহস্পতিবার টাকা তোলার সময় বিপত্তি ধরা পড়ে। ব্যাংক জানায়, এখন টাকা তোলা যাবে না। এরপর সিনিয়র নেতারা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, ব্যাংকে ৫০ কোটি টাকা ওভারড্রাফট হয়ে রয়েছে। ফলে আর টাকা তোলা যাবে না।

[আরও পড়ুন: বাঁশির সংকেত! পুলিশি হানার আগেই নদীর পাড় থেকে চম্পট দিচ্ছে বালি মাফিয়ারা]

এই বিষয়টি সত্যি কি না জানার জন্য আরও দুই নেতা ফোন করেন। একই উত্তর পাওয়া যায়। এরপর বিষয়টা দিল্লিতে (Delhi) বি এল সন্তোষ-সহ নেতৃত্বকে জানায় রাজ্য। দিল্লি কথা বলছে ব্যাংকের সঙ্গে। ব্যাংক সূত্রে খবর, একটি বড় পরিমাণ ওভারড্রাফট হয়ে আছে। সেটি পূরণ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্লায়েন্টকে।

[আরও পড়ুন: আচমকা রাজভবনে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের সঙ্গে আধঘণ্টা ধরে চলল রুদ্ধদ্বার বৈঠক]

এদিকে, এই খরচের বিষয়টি নিয়ে বিজেপি মহলে তুমুল চর্চা চলছে। কোন জেলা, কোন শাখায় কত খরচ, সেখানে কোন কর্মসূচি হয়েছে, সাংগঠনিক অবস্থা কেমন, এগুলির খোঁজ নিচ্ছে দিল্লি। দিল্লির সূত্র বলছে, কেন ব্যাংক টাকা বন্ধ করল, ঠিক কত টাকা ওভারড্রাফট হয়ে আছে বা আসল সমস্যা কী, সব খোঁজ চলছে। যা করণীয় দল করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement