সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার জেরে বিশ্ব অর্থনীতিতে মন্দার মার। রাষ্ট্রসংঘ আগেই রিপোর্ট প্রকাশ করেছিল, করোনার জেরে গোটা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ কাজ হারাবেন। রাষ্ট্রসংঘের সতর্কবাণীই সত্যি হচ্ছে ভারতে। ইতিমধ্যে দেখা যাচ্ছে, করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের প্রভাব ব্যাপকভাবে পড়েছে দেশের কর্মসংস্থানে। লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সমস্তরকম উৎপাদন। কল-কারখানা, পরিবহন, ই-কমার্স, নির্মাণ কাজ প্রায় সবই বন্ধ। এর ফলে দেশজুড়ে ধরা পড়ছে বেকারত্বের করুণ ছবি।সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির সমীক্ষায় সেই করুণ দশারই প্রতিফলন ধরা পড়ল।
এপ্রিল মাসে ভারতে শুধু ২০ থেকে ৩০ বছর বয়সের ২ কোটি ৭০ লক্ষ তরুণ-তরুণী কাজ হারিয়েছেন। ৩০ বছর থেকে ৪০ বছর পর্যন্ত বয়সীদের মধ্যে কাজ হারিয়েছেন ৩ কোটি ৩০ লক্ষ মানুষ। সব মিলিয়ে প্রায় ৬ কোটি তরুণ-তরুণী এপ্রিল মাসে চাকরি হারিয়েছেন। যা মোট বেকারত্বের ৫২ শতাংশ। তরুণ প্রজন্মের চাকরি হারানোর এই প্রবণতা ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। এমনটাই বলছে, দেশের অর্থনীতির থিংক ট্যাঙ্ক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (CMIE) সাম্প্রতিক রিপোর্ট। CMIE-র রিপোর্ট আরও বলছে, লকডাউনের জেরে দেশের ৮৪ শতাংশ পরিবারের রোজগার কমেছে। অন্তত ৩৪ শতাংশ পরিবার এমন আছে, যারা সঞ্চিত টাকা ভাঙ্গিয়ে আর এক সপ্তাহ চলতে পারবে। তাঁর বেশি নয়। CMIE বলছে, সমাজের নিচুতলার এই পরিবারগুলিকে বাঁচাতে এদের দ্রুত সরাসরি অর্থ সাহায্য করতে হবে।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আবেদনে সিলমোহর, এবার শুধুমাত্র স্বদেশি পণ্য মিলবে আধাসেনার ক্যান্টিনে]
করোনা ভারতে প্রকোপ দেখানোর আগেও অর্থনীতি খুব একটা ভাল জায়গায় ছিল না। সেসময় বেকারত্বের হার ছিল ৭ শতাংশের আশেপাশে। কিন্তু করোনার প্রভাবে একপ্রকার কোমরই ভেঙে গিয়েছে অর্থনীতির। মাত্র ২ মাসের মধ্যে বেকারত্বের হার ৭ শতাংশ থেকে বেড়ে ২৭ শতাংশে পৌঁছে গিয়েছিল। তবে আশার কথা হল, সেই বেকারত্বের হার এবার খানিকটা কমার ইঙ্গিত মিলল। ১০ মে শেষ হওয়া সপ্তাহে বেকারত্বের হার ২৪ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় খানিকটা কমেছে।
The post শুধু এপ্রিলেই দেশে কাজ হারিয়েছেন ২ কোটি ৭০ লক্ষ তরুণ-তরুণী, বলছে সমীক্ষা appeared first on Sangbad Pratidin.