shono
Advertisement

কাজে ‘ফাঁকি’দিয়ে ছুটিতে ৫৯ জওয়ান, নির্দেশ তদন্তের

অবশেষে নিখোঁজ জওয়ানদের খোঁজ মিলল! The post কাজে ‘ফাঁকি’ দিয়ে ছুটিতে ৫৯ জওয়ান, নির্দেশ তদন্তের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:07 AM Feb 07, 2017Updated: 05:38 AM Feb 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিলেন  ভারতীয় সেনাবাহিনীর ৫৯ জন জওয়ান৷ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদ্য রিক্রুট হওয়া এই ৫৯ জন জওয়ান কাশ্মীর থেকে বিহারে ফেরার পথে নিখোঁজ হয়ে যান৷ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক ঘণ্টায় বিস্তর জলঘোলা হয়েছে৷ কিন্তু এরপরই সামনে এল আসল তথ্য৷ জানা গিয়েছে, এই ৫৯ জন কোবরা বাহিনীর জওয়ান আসলে একসঙ্গে ডিউটি বাঙ্ক করে নিজেদের বাড়ি চলে গিয়েছিলেন৷ উচ্চপদস্থ কোনও আধিকারিককে বিষয়টি না জানিয়েই তাঁরা এই কাজ করেছিলেন৷

Advertisement

(তেঁতুল জলে টয়লেট ক্লিনার মেশাত এই ফুচকা বিক্রেতা!)

আর জওয়ানদের এই অনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷ বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশও দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, কাশ্মীর থেকে পাঁচ দিনের ট্রেনিং করে বিহারে ফেরার কথা ছিল এই জওয়ানদের৷ বিহারের সেনা হেড কোয়ার্টারে রিপোর্ট করার পর তাঁদের মাওবাদী অধ্যুষিত এলাকায় টহলদারির জন্য পাঠানোর কথা বলা হয়েছিল৷ কিন্তু জম্মু থেকে ফিরে জওয়ানরা আর হেড কোয়ার্টারে রিপোর্টই করেনননি বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ৷ ট্রেনিং শেষ করার পর তাঁদের হাতে বেশ কিছুটা সময় থাকায়, তাঁরা কারও অনুমতি না নিয়েই যে যাঁর বাড়ি চলে যান৷

এই ঘটনাটির পর স্বাভাবিকভাবেই জওয়ানদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠছে৷ বিষয়টির খবর দিল্লি হেড কোয়ার্টারের পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনাটির তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে হেড কোয়ার্টারের পক্ষ থেকে৷

(নগ্ন মহিলারা ঘুরে বেড়াচ্ছেন হোমের বারান্দায়, উদাসীন কর্তৃপক্ষ)

The post কাজে ‘ফাঁকি’ দিয়ে ছুটিতে ৫৯ জওয়ান, নির্দেশ তদন্তের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement