shono
Advertisement

Breaking News

ত্রিপুরার ৬ কংগ্রেস বিধায়ক নাম লেখাল তৃণমূলে

ত্রিপুরার মোট ৬ জন বিধায়ক যোগ দিলেন তৃণমূলে৷ The post ত্রিপুরার ৬ কংগ্রেস বিধায়ক নাম লেখাল তৃণমূলে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:57 AM Jun 08, 2016Updated: 07:55 PM Jun 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী সময়ে নেতাদের দল-বদল অব্যাহত৷  এবার ত্রিপুরার ৬ কংগ্রেস বিধায়ক যোগ দিলেন তৃণমূলে৷  মঙ্গলবারই তাঁরা তাঁদের ইস্তফা জমা দিয়েছেন৷

Advertisement

দ্বিতীয় দফায় সরকার গঠনের পর একাধিক রাজনৈতিক নেতা-কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে সামিল হতে চাইছেন৷ ইতিমধ্যেই অন্য পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বেশ কয়েকজন নেতা৷ সে ঢেউ গিয়ে এবার লাগল ত্রিপুরাতেও৷ এবার মোট ৬ জন বিধায়ক যোগ দিলেন তৃণমূলে৷ এঁরা হলেন, সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা, দিলীপ সরকার, প্রাণজিত সিংহ রায়, বিশ্ববন্ধু সেন ও দিবাচন্দ্র রাঙ্খল৷ বুধবারই ত্রিপুরা বিধানসভার স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দেন তাঁরা৷ ভারতের জাতীয় কংগ্রেস ছেড়ে দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথাও জানিয়েছেন৷ তাঁদের ইস্তফাপত্র গ্রহণও করেছেন স্পিকার৷

তৃণমূলের  মুখ্য জাতীয় মুখাপাত্র ডেরেক ও ব্রায়ান টুইট করে তাঁদের স্বাগত জানিয়েছেন৷ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোট নিয়ে খুশি ছিলেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ কংগ্রেস বিধায়কদের এই যোগদানে ত্রিপুরার মাটিতে তৃণমূলের জমি শক্ত হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

The post ত্রিপুরার ৬ কংগ্রেস বিধায়ক নাম লেখাল তৃণমূলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement