shono
Advertisement

Breaking News

৬ কোটি ডিজিটাল রেশনকার্ড রাজ্যের

গত ২৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সব নাগরিকদের ২ টাকা কেজি দরে চাল দেওয়া হবে৷ খাদ্যমন্ত্রী বলেন, কেন্দ্র যে টার্গেট বেঁধে দিয়েছিল কম সময়ের মধ্যে তার থেকে বেশি নাগরিকের কাছে ডিজিটাল কার্ড পৌঁছে দেওয়া গিয়েছে৷ The post ৬ কোটি ডিজিটাল রেশনকার্ড রাজ্যের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:22 PM Jun 03, 2016Updated: 11:54 AM Jun 03, 2016

স্টাফ রিপোর্টার: ডিজিটাল রেশন কার্ড তৈরির পাশাপাশি কার্ডের ভুলত্রুটি সংশোধনের কাজ চলছে দ্রুত গতিতে৷ খাদ্যসুরক্ষা মিশন প্রকল্পের আওতায় ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৬ কোটি ১৩ লক্ষ নাগরিকের কাছে ডিজিটাল রেশন কার্ড পৌঁছে গিয়েছে৷ আরও ৩ কোটি নাগরিকের কাছে এই রেশন কার্ড পৌঁছে দেওয়া হবে খুব শীঘ্রই৷ বুধবার নবান্নে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও দফতরের সচিব ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
গত ২৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সব নাগরিকদের ২ টাকা কেজি দরে চাল দেওয়া হবে৷ খাদ্যমন্ত্রী বলেন, কেন্দ্র যে টার্গেট বেঁধে দিয়েছিল কম সময়ের মধ্যে তার থেকে বেশি নাগরিকের কাছে ডিজিটাল কার্ড পৌঁছে দেওয়া গিয়েছে৷ দফতরের এক আধিকারিক বলেন, প্রায় ৩৩ লক্ষ নতুন রেশন কার্ডে ত্রুটি দেখা গিয়েছে৷ এইসব ত্রুটি সংশোধনের জন্য দ্রুত কাজ চলছে৷ মন্ত্রী বলেন, ২ টাকা দরে চাল পাওয়ার জন্য নাগরিকদের থেকে আবেদনপত্র জমা পড়ছে৷ সেইসব আবেদনপত্র খতিয়ে দেখার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে প্রথম থেকেই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ তথ্যসংস্কৃতি দফতরের প্রধান সচিব অত্রি ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, সময়সীমার চার মাস আগেই প্রায় ৩৫ লক্ষ মেট্রিকটন চাল সংগ্রহ করেছে রাজ্য সরকার৷ আরও ১০ লক্ষ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে৷ ১৭১টি কৃষি বাজার তৈরির কাজ চলছে জোর কদমে৷ তার মধ্যে ৬০টি কৃষি বাজার তৈরির কাজ শেষ হয়েছে৷

Advertisement

The post ৬ কোটি ডিজিটাল রেশনকার্ড রাজ্যের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement