shono
Advertisement

বিয়ের প্রস্তাব খারিজ প্রেমিকের, অবসাদে বিষপান প্রেমিকা-সহ ৬ নাবালিকার! মৃত ৩

জীবিত ৩ নাবালিকার অবস্থা আশঙ্কাজনক।
Posted: 02:43 PM Apr 09, 2022Updated: 05:09 PM Apr 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার ঘটনা নতুন নয়। কিন্তু এক বন্ধুর প্রেম তথা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় ৬ জন নাবালিকার একসঙ্গে আত্মহত্যার চেষ্টা বিরল। সূত্রের খবর, তেমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বিহারের (Bihar) আওরঙ্গাবাদ (Aurangabad) জেলায়। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেবেলা ৬ নাবালিকা বিষ খায়। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত তিনজনের মধ্যে এক নাবালিকা পছন্দ করত তার পরিচিত এক তরুণকে। যদিও তা ছিল সম্পূর্ণ একতরফা। সম্প্রতি ওই তরুণকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় নাবালিকা। তরুণ সেই প্রস্তাবে না করে দেয়। এরপরেই ওই নাবালিকা এবং তাঁর পাঁচ বন্ধু মানসিকভাবে ভেঙে পড়ে। পরে তাঁরা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে বিহারের আওরঙ্গাবাদ জেলার কসমা থানা এলাকায়। দ্রুত ৬ জনকে নিকটবর্তী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও গুরুতর হওয়ায় তাদের গয়া মগধ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। নাবালিকাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, একজন নাবালিকা প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় বাকি পাঁচজন আত্মহত্যা করতে গেল কেন?

[আরও পড়ুন: থানার দুর্নীতি ফাঁস করার ‘শাস্তি’, ওড়িশায় পুলিশের হাতে শিকলবন্দি হয়ে সাংবাদিক ভরতি হাসপাতালে]

আওরঙ্গাবাদের এসপি (SP) কান্তেশ কুমার মিশ্র বলেন, “মৃতদের মধ্যে একটি মেয়ে পছন্দ করত তাঁর দাদার শালাকে। শুক্রবার সে পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে ওই যুবকের সঙ্গে দেখা করে এবং বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু না করে দেয় তরুণ। এরপর সন্ধেবেলা ঘরে ফিরে প্রত্যাখ্যাত নাবালিকা বিষ খায়। পরে তাঁর পাঁচ বন্ধুও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।”

[আরও পড়ুন: কমছে সিপিএমের সক্রিয় সদস্য, দলীয় প্রতিবেদনে সংগঠনে আর্থিক নয়ছয় নিয়ে অভিযোগ]

স্বভাবতই এই ঘটনায় গোটা এলাকা শোকগ্রস্ত। এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় প্রশাসন আলাদা করে নজরদারি চালাচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement