shono
Advertisement

ক্যারাটেতে সোনা জিতে নজির কাশ্মীরের খুদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার জারি ছিল কারফিউ৷ টানা বন্ধ স্কুল৷ বাড়ি থেকে বাইরে বেরনোর উপায় নেই৷ খানিকটা মনখারাপ নিয়েই তাই ক্যারাটে অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিল ছোট্ট হাশিম মনসুর৷ কে জানত সেদিনের সেই সিদ্ধান্তই একদিন সোনা হয়ে ফলবে৷ এশিয়ান ইয়ুথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতল কাশ্মীরের এই খুদেই৷ কাশ্মীর মানেই কারফিউ৷ সন্ত্রাসে উত্তাল ভূস্বর্গ৷ এই সংজ্ঞা যেন ভেঙে […] The post ক্যারাটেতে সোনা জিতে নজির কাশ্মীরের খুদের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:29 PM Nov 30, 2016Updated: 06:03 PM Jun 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার জারি ছিল কারফিউ৷ টানা বন্ধ স্কুল৷ বাড়ি থেকে বাইরে বেরনোর উপায় নেই৷ খানিকটা মনখারাপ নিয়েই তাই ক্যারাটে অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিল ছোট্ট হাশিম মনসুর৷ কে জানত সেদিনের সেই সিদ্ধান্তই একদিন সোনা হয়ে ফলবে৷ এশিয়ান ইয়ুথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতল কাশ্মীরের এই খুদেই৷

Advertisement

কাশ্মীর মানেই কারফিউ৷ সন্ত্রাসে উত্তাল ভূস্বর্গ৷ এই সংজ্ঞা যেন ভেঙে দিল হাশিমের সাফল্য৷ বান্দিপোরায় ছোট একাটা ক্যারাটে অ্যাকাডেমি চালান ফয়জল আলি৷ তাঁর তত্ত্বাবধানেই প্র্যাকটিস শুরু হয় হাশিমের৷ খরচ-খরচাও জোগান ফয়জলও৷ যেহেতু স্কুল বন্ধ ছিল, তাই খেলায় অনেকটা মনোযোগ দিতে পেরেছিল হাশিম৷ কারফিউ তার কাছে শাপে বর হয়েছে৷ আর দিনরাত কঠিন পরিশ্রমই আজ সোনা হয়ে ধরা দিয়েছে তার হাতে৷

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভূটান, মালয়েশিয়ার প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে ওঠে হাশিম৷ সেখানে হারিয়ে দেয় শ্রীলঙ্কার প্রতিযোগীকেও৷ আর তাতেই সোনা আসে৷ স্কুল না-থাকার যে এভাবে মিটবে কে জানত৷ হাতে সোনা ধরে হাশিমের বক্তব্য, দেশের জন্য এটা জিততে পেরে বেজায় খুশি সে৷

ইউরোপের ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপেও এবার দেশের প্রতিনিধি হবে সে৷

The post ক্যারাটেতে সোনা জিতে নজির কাশ্মীরের খুদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement