shono
Advertisement
Ravichandran Ashwin

CSK সতীর্থ অশ্বিনের অবসরে কেন নীরব ধোনি? তারকা স্পিনারের পোস্টের পরই জল্পনা তুঙ্গে

অবসরের পর নিজের ফোনের কল রেকর্ডের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অশ্বিন। কারা আছেন সেখানে?
Published By: Arpan DasPosted: 11:23 AM Dec 21, 2024Updated: 11:23 AM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশ্বিনের আইপিএল অভিযান শুরু ধোনির নেতৃত্বে। মাহি এখন আর অধিনায়ক না থাকলেও ঘরের দল চেন্নাই সুপার কিংসে ফিরে এসেছেন অশ্বিন। জাতীয় দলেও অশ্বিনের কেরিয়ারের দীর্ঘসময় কেটেছে ধোনির অধিনায়কত্বে। অথচ তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময় নীরব 'থালা'। সম্প্রতি অশ্বিন যে স্ক্রিনশট পোস্ট করেছেন, তারপর নতুন গুঞ্জন শুরু হয়েছে সোশাল মিডিয়ায়, আদৌ দুজনের সম্পর্ক ঠিক আছে তো?

Advertisement

ক্রিকেটদুনিয়াকে চমকে দিয়ে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রিয় ‘অ্যাশ’কে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। তারপর মজার ছলেই নিজের ফোনের কল রেকর্ডের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তারকা স্পিনার। সেখানেই দেখা যাচ্ছে, অবসর ঘোষণার পর অশ্বিনকে ফোন করেছেন শচীন তেণ্ডুলকর ও কপিল দেবের মতো কিংবদন্তি।

অথচ অনেকেই আশা করেছিলেন, ধোনির নাম থাকবে এই তালিকায়। বিশেষ করে আইপিএলে যখন ফের দুজনেই একদলে খেলবেন। এমনিতে ধোনি সোশাল মিডিয়ায় কোনও বিষয়েই সেভাবে বক্তব্য রাখেন না। কিন্তু ব্যক্তিগত স্তরে ফোনও কি করেননি? পরে যোগাযোগ করেছিলেন কিনা, সেটা আর জানা যায়নি। তবে যেহেতু অশ্বিনের পোস্টে ধোনির নাম নেই, কিংবা ধোনির তরফ থেকেও আলাদা কোনও বার্তা আসেনি, তাই নয়া জল্পনা শুরু হয়েছে।

কিছুদিন আগে হরভজন সিং বলেছিলেন, একদলে খেলা সত্ত্বেও ধোনির সঙ্গে কথা বলতেন না। এক্ষেত্রেও কি একইরকম শীতলতা? অশ্বিনের সঙ্গে পেশাদার জগতের বাইরে তাঁর যোগাযোগ আছে কিনা, এই প্রশ্নও তুলছেন অনেকে। তবে এটাও ঠিক, কোনও ঘটনার পেরিপ্রেক্ষিতে জনসমক্ষে সেভাবে বার্তা দেননি মাহি। ইনস্টাগ্রামে ক্রিকেট সম্পর্কিত শেষ দুটি হল ২০২০ সালে নিজের অবসর ও চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সেখানে আলাদা করে ধোনি-অশ্বিন কথা হল কিনা, সেটা নিয়ে মাথা ঘামানো অনুচিত বলেই মনে করছেন অনেকে। আবার এটাও মনে করিয়ে দেওয়া হচ্ছে, ২০২২-এ বিরাট টেস্ট নেতৃত্ব ছাড়ার পর ধোনি ফোন করেছিলেন। তাহলে এবার নয় কেন? সব মিলিয়ে অশ্বিনের অবসর নিয়ে একাধিক বিতর্কের মধ্যে জুড়ে যাচ্ছে ধোনির নামও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অশ্বিনের আইপিএল অভিযান শুরু ধোনির নেতৃত্বে।
  • মাহি এখন আর অধিনায়ক না থাকলেও ঘরের দল চেন্নাই সুপার কিংসে ফিরে এসেছেন অশ্বিন।
  • জাতীয় দলেও অশ্বিনের কেরিয়ারের দীর্ঘসময় কেটেছে ধোনির অধিনায়কত্বে। অথচ তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময় নীরব 'থালা'।
Advertisement