shono
Advertisement

জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার মুখ ‘বিসর্জন’, খেতাব জয় অনুপম, ইমনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৪ তম জাতীয় পুরস্কারের মঞ্চে ফের বাংলার মুখ হয়ে উঠলেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ তাঁর বিসর্জন পেল এবারের সেরা বাংলা ছবির সম্মান৷ সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন অক্ষয় কুমার৷ রুস্তম ছবির জন্য এ সম্মান পেলেন খিলাড়ি৷ এদিকে সেরা হিন্দি ছবির খেতাব গেল সোনম কাপুরের নীরজার ঝুলিতে৷ স্পেশাল মেনশন পেলেন সোনমও৷ ছোটদের সেরা সিনেমা […] The post জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার মুখ ‘বিসর্জন’, খেতাব জয় অনুপম, ইমনের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:10 AM Apr 07, 2017Updated: 06:15 PM Dec 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৪ তম জাতীয় পুরস্কারের মঞ্চে ফের বাংলার মুখ হয়ে উঠলেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ তাঁর বিসর্জন পেল এবারের সেরা বাংলা ছবির সম্মান৷ সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন অক্ষয় কুমার৷ রুস্তম ছবির জন্য এ সম্মান পেলেন খিলাড়ি৷ এদিকে সেরা হিন্দি ছবির খেতাব গেল সোনম কাপুরের নীরজার ঝুলিতে৷ স্পেশাল মেনশন পেলেন সোনমও৷ ছোটদের সেরা সিনেমা হিসেবে খেতাব জিতল নাগেশ কুকুনুরের ধনক৷ বাংলার ঝুলিতে এল আরও এক পুরস্কার৷ এবার পালা অনিরুদ্ধ চৌধুরীর৷ সামাজিক বিষয় তুলে ধরে তাঁর পিঙ্ক পেল বিশেষ সম্মান৷

Advertisement

জাতীয় পুরস্কার এল যাদের ঝুলিতে:

সেরা বাংলা ছবি- বিসর্জন(পরিচালনা- কৌশিক গঙ্গোপাধ্যায়)

সেরা হিন্দি ছবি- নীরজা(পরিচালনা- রাম মাধবানি)

সেরা অভিনেতা- অক্ষয় কুমার (রুস্তম)

সেরা অভিনেত্রী– সুরভি(মিন্নামিনাঙ্গু)

সেরা সহ অভিনেত্রী- জায়রা ওয়াসিম(দঙ্গল)

সেরা শিশু চলচ্চিত্র- ধনক

সেরা বাংলা ছবি- বিসর্জন

সামাজিক বিষয় তুলে ধরে সেরা ছবি– পিঙ্ক

সেরা স্পেশাল এফেক্ট- শিবা (পরিচালনা-অজয় দেবগণ)

সেরা নেপথ্যগায়িকা- ইমন চক্রবর্তী(তুমি যাকে ভালবাস, প্রাক্তন)

সেরা গীতিকার- অনুপম রায়

সেরা সংগীত পরিচালক- বাবু পদ্মনাভ

 

The post জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার মুখ ‘বিসর্জন’, খেতাব জয় অনুপম, ইমনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার