সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের! শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত। শুক্রবার ১৪ মাসের মধ্যে প্রথমবার ৮০ হাজারের নিচে নামল সেনসেক্সের সূচক। বিরাট পতন লক্ষ্য করা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিতেও।
শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৮০ হাজারের নিচে নেমে গিয়েছে। এদিন বাজার বন্ধ হয়েছে ৭৯,৪০২.২৯ পয়েন্টে। যা আগের দিনের থেকে ৬৬২.৮৭ পয়েন্ট কম। গত ১৪ মাসে এটাই সর্বনিম্ন সূচক। গত ২৭ সেপ্টেম্বর রেকর্ড উচ্চতায় উঠেছিল শেয়ার সূচক। সেখান থেকে গত এক সপ্তাহে সেনসেক্স ও নিফটি প্রায় ৮ শতাংশ নেমেছে বলে জানা গিয়েছে।
নিফটিতেও এদিন বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। বাজার বন্ধ হওয়ার সময় নিফটি দাঁড়িয়েছে ২৪,১৮০.৮০ পয়েন্টে। পতন ২১৮ পয়েন্টের। অথচ এদিনও বাজার খুলেছিল ২৪,৪০০ পয়েন্টের উপরে। এদিন সর্বোচ্চ ২৪,৪৪০ পয়েন্ট উঠেছিল সূচক। এদিন সবচেয়ে বেশি লোকসান হয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের। প্রায় ১৮ শতাংশ পতন হয়েছে তাঁদের শেয়ারে। ২০২০ সালের মার্চ মাসে শেয়ার বাজারে যে বেনজির রক্তক্ষরণ হয়েছিল, তার পর এটাই সবচেয়ে বড় পতন।
সব মিলিয়ে চলতি সপ্তাহের গোড়া থেকেই পতনের মুখে শেয়ার বাজার। সপ্তাহের শেষেও সেই ধারা বজায় রইল। সব মিলিয়ে বাজার থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় ৬ লক্ষ কোটি টাকা। স্বাভাবিকভাবেই মাথায় হাত বিনিয়োগকারীদের। বাজারের এই খারাপ অবস্থার কারণ হিসেবে স্পষ্টভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এছাড়াও অশোধিত তেলের দাম বৃদ্ধি, বিশ্বের অন্যান্য শেয়ার বাজারের পতনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।