shono
Advertisement

Breaking News

এই ৬ মন্ত্রে কাছের মানুষ আসবে আরও কাছাকাছি

শরীরের এই ভাষাগুলি রপ্ত করলে আপনি যেকোনও মানুষের পছন্দের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারেন অনায়াসেই৷ The post এই ৬ মন্ত্রে কাছের মানুষ আসবে আরও কাছাকাছি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:20 AM Jun 15, 2016Updated: 06:50 PM Jun 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পছন্দ-অপছন্দ৷ বিষয়টি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল হলেও সামাজিক মেলামেশার ক্ষেত্রে হামেশা গুরুত্বপূর্ণ৷ আর এর জন্য ঠোঁটের ভাষা যেমন দরকার, তেমনই প্রয়োজন সঠিক শরীরী ভাষা৷ কারণ মন যতই বড় হোক, ভাষা প্রকাশের জন্য তার শরীরের উপরই নির্ভর করতে হয়৷

Advertisement

আর শরীরের এই ভাষাগুলি রপ্ত করলে আপনি যেকোনও মানুষের পছন্দের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারেন অনায়াসেই৷

১) কারও সঙ্গে প্রথমবার দেখা হলেই সঙ্গে সঙ্গে হাসবেন না৷ এক, দুই সেকেন্ডের জন্য হলেও পজ নিয়ে হাসবেন৷ এতে সামনের লোকটির মনে হবে আপনার হাসিটি শুধুমাত্র তাঁরই জন্য৷

২) সঙ্গী যখন কথা বলবেন আপনার চোখ যেন তাঁর চোখেই নিবিষ্ট থাকে৷ এমনকি তাঁর কথা বলা শেষ হলেও চোখ সরাবেন না৷ এতে আপনি তাঁর চোখে বুদ্ধিদীপ্ত ও অন্তর্দৃষ্টিপূর্ণ করে তুলবে৷

৩) কোনও গ্রুপের মধ্যে থাকলে৷ আপনি শুধুমাত্র নিজের পছন্দের মানুষটির উপরেই নজর রাখুন৷ তিনি কথা বললেও কিংবা কেবলমাত্র শ্রোতা হলেও৷ আপনার নজর তাঁর উপরে থাকলেই, তাঁর নজরে আপনি আসবেন৷

৪) যদি বিশ্বাসযোগ্য হতে চান, তাহলে কথা বলার সময় শরীরের খুব বেশি অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার করবেন না৷ তা করলে সঙ্গীর মনে হবে আপনি মিথ্যে কথা বলছেন৷

৫) কথা বলার সময় সামান্য একটু হেলে দাঁড়ালে তা আপনাকে আরও বিশ্বাসযোগ্য ও আত্মবিশ্বাসী করে তুলবে৷

৬) কাউকে পছন্দ হলে, জানান দেওয়ার সবচেয়ে ভাল উপায় শরীরই৷ তাই যতটা পারবেন সঙ্গীর কাছে গিয়ে কথা বলার চেষ্টা করবেন৷ এতে তাঁর মনে হবে, আপনি তাঁর আপন কেউ৷

The post এই ৬ মন্ত্রে কাছের মানুষ আসবে আরও কাছাকাছি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement