অভ্রবরণ চক্রবর্তী, শিলিগুড়ি: শৈলশহরের পর্যটকদের মন মাতাতে বড়দিনে হাজির বিশাল ও কোশি। বলা চলে, এবার বড়দিনে পদ্মজা নায়ডু হিমালয়ান জুলজিকাল পার্কে পর্যটকদের জন্য নেদারল্যান্ড আনা ওই রেড পান্ডা দম্পতি ছিল সেরা উপহার। ক্রিসমাসের দিন বুধবারই ওই অতিথিরা এসে পৌঁছয় চিড়িয়াখানায়। ওদেরই নামকরণ হয়েছে বিশাল ও কোশি।
চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, নেদারল্যান্ডের রটেরড্যাম চিড়িয়াখানা থেকে ওই দুই রেড পান্ডাকে আনা হয়েছে। বড়দিনের সকালে ওরা এসে পৌঁছয় শৈলশহরের চিড়িয়াখানায় ৷ রেড পান্ডা দুটির বয়স আড়াই বছর। বিদেশ থেকে আকাশপথে ওরা পাড়ি জমায় ভারতের মাটিতে। এরপর সড়কপথে দার্জিলিং পাহাড়ে। রীতিমতো ভিভিআইপির মতো সমাদরের দায়িত্বে ছিলেন প্রাণী বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। কম তো নয়, প্রায় ২৭ ঘন্টার যাত্রাপথের ধকল। তাই শারীরিক পরীক্ষার অন্ত ছিল না। দুটো রেড পান্ডা সুস্থ রয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াতে অন্তত এক মাস রেড পান্ডা দম্পতিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর প্রজননের জন্য চিড়িয়াখানায় অন্য রেড পান্ডার সঙ্গে ছাড়া হবে। ওই দুই বিদেশি অতিথিকে নিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা বেড়ে হল ২১।
দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি জানান, "রেড পান্ডা দু'টিকে কোয়ারেন্টাইনে এক মাসের মতো রাখা হবে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা নজর রাখবেন।" জানা গিয়েছে, দার্জিলিং চিড়িয়াখানার রেড পান্ডা সংরক্ষণ ও প্রজনন প্রকল্পের সাফল্য দেখে ওই দম্পতিকে পাঠাতে রাজি হয়েছে নেদারল্যান্ডস সরকার। হিমালয়ের সিঙ্গালিলা, নেওড়াভ্যালি, সিকিমের কিয়ংসেল, আলপেলাইন সিম্বা, রোডোডেনড্রন জঙ্গলে রেড পান্ডার বসবাস রয়েছে। কিন্তু জিনগত কিছু সমস্যা মেটাতে অন্য পরিবেশ ও আবহাওয়ার রেড পান্ডার সঙ্গে প্রজনন হওয়া জরুরি। সেজন্য বিদেশের চিড়িয়াখানা থেকে রেড পান্ডা আনার উদ্যোগ নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বন দপ্তর।