shono
Advertisement

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ! প্রায় দুবছর পরে সাসপেন্ড ৭ পুলিশ অফিসার

তাঁদের মধ্যে রয়েছেন ফিরোজপুরের পুলিশ সুপারিটেন্ডেন্টও।
Posted: 11:28 AM Nov 26, 2023Updated: 11:29 AM Nov 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের জানুয়ারি মাসে পাঞ্জাবে (Punjab) প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাফিলতির ঘটনায় ৭ জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হল। তাঁদের মধ্যে রয়েছেন ফিরোজপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট ও দুজন ডিএসপি র‍্যাঙ্কের অফিসারও। ঘটনার প্রায় দুই বছর পরে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্য প্রশাসন।

Advertisement

২০২২ সালের ৫ জানুয়ারি পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নিরাপত্তায় গাফিলতি নিয়ে বিতর্ক চরমে ওঠে। এক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন মোদি। সেই সময় এক ফ্লাইওভারে ২০ মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে হয় প্রধানমন্ত্রীর কনভয়কে। কৃষকরা প্রতিবাদ দেখাতে রাস্তা অবরোধ করাতেই ওই সমস্যা হয় বলে জানা যায়। ফ্লাইওভারের মুখে জড়ো হয়েছিলেন প্রায় শ তিনেক আন্দোলনকারী। ঘটনায় বিজেপি কাঠগড়ায় তোলে পাঞ্জাবে সেই সময় ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে। কংগ্রেস অবশ্য দাবি করে মোদির সফর পরিকল্পনা শেষ মুহূর্তে বদলানো হয়েছিল। তাই ওই সমস্যায় পড়তে হয় তাঁর কনভয়কে।

[আরও পড়ুন: আজও অক্ষত মুম্বই হামলার ক্ষত! দেড় দশক ধরে চোখের জল ফেলছে মুম্বই]

পরে সুপ্রিম কোর্ট জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গলদ বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার মুখে পড়তে হতে পারে ভারতকে। সুপ্রিম কোর্ট একটি কমিটিও গঠন করে এই বিষয়ে তদন্ত করার জন্য। কমিটি বেশ কয়েকজন অফিসারকে অভিযুক্ত করেছে এই ঘটনায়। অবশেষে এই ঘটনায় পদক্ষেপ করল পাঞ্জাব প্রশাসনও। ওই পুলিশকর্মীদের সাসপেন্ড করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে চার্জ শিটও পেশ করা হয়েছে।

[আরও পড়ুন: মোসাদের শত্রুতা যেন ‘ঈশ্বরের ক্রোধ’! নিঃশব্দে কার্যসিদ্ধিতে সেরা ইজরায়েলি গুপ্তচররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement