shono
Advertisement
70th National Film Awards

জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা 'কাবেরী অন্তর্ধান', জোড়া পুরস্কার জিতল 'অপরাজিত'

বক্স অফিসের পাশাপাশি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চেও এগিয়ে রইল দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। কে কোন বিভাগে পুরস্কার পেল?
Published By: Sandipta BhanjaPosted: 03:00 PM Aug 16, 2024Updated: 05:01 PM Aug 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (70th National Film Awards) মঞ্চে সেরা বাংলা ছবির শিরোপা জিতে নিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'কাবেরী অন্তর্ধান'। অন্যদিকে জোড়া জাতীয় পুরস্কার এল অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত'র ঝুলিতে। সেরা প্রোডাকশন ডিজাইন এবং রূপটানের জন্য জাতীয় মঞ্চে জোড়া শিরোপা পেল 'অপরাজিত'।

Advertisement

কোভিডের কারণেই দু বছর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে যায়। সেই প্রেক্ষিতেই ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যেই প্রতিযোগিতা হয়েছে। 'অপরাজিত' এবং 'কাবেরী অন্তর্ধান' ছবির হাত ধরে বাংলা সিনে ইন্ডাস্ট্রির ঝুলিতে এল একাধিক জাতীয় পুরস্কার। অন্যদিকে বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির লড়াইয়ে বক্স অফিসের পাশাপাশি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চেও এগিয়ে রইল দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি।

সব সিনেইন্ডাস্ট্রিকে পিছনে ফেলে মালয়ালি সিনেমা 'আত্তম' জিতে নিল সেরা সিনেমার শিরোপা। শুধু তাই নয়, সেরা অভিনেতার পুরস্কারও গেল 'কান্তারা' নির্মাতা তথা অভিনেতা ঋষভ শেট্টির হাতে। 'কান্তারা'র ঝুলিতে এল একাধিক জাতীয় পুরস্কার। সেরা পপুলার ছবির পাশাপাশি সেরা অভিনেতার পুরস্কারও জিতলেন ঋষভ শেট্টি। গতবার এই পুরস্কার জিতেছিলেন আল্লু অর্জুন। 'পুষ্পা' সিনেমার জন্য। এবারও জাতীয় পুরস্কারের রাশ টেনে রাখল দক্ষিণী ইন্ডাস্ট্রিই। সেরা অভিনেত্রীর পুরস্কারও গেল দক্ষিণের ঝুলিতেই। 'তিরুচিত্রম্বলাম' নামক তামিল ছবির জন্য নিত্যা মেনন সেরার শিরোপা পেলেন।

[আরও পড়ুন: RG Kar কাণ্ডে ‘চুপ’ কেন শাহরুখ? ক্ষোভের মুখে বাদশা, কলকাতার ঘটনায় সরব মেয়ে সুহানা]

সেরা হিন্দি ছবির পুরস্কার পেল 'গুলমোহর'। সেরা সঙ্গীত পরিচালকের শিরোপা পেলেন এআর রহমান এবং প্রীতম। সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা সাউন্ড ডিজাইনের জন্য জাতীয় পুরস্কার পেল 'পোন্নিয়্যান সেলভান- পার্ট ১'। 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য সেরা প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন অরিজিৎ সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির শিরোপা জিতে নিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'কাবেরী অন্তর্ধান'।
  • জোড়া জাতীয় পুরস্কার এল অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত'র ঝুলিতে।
Advertisement