shono
Advertisement

ব্যাঙ্কে টাকার অভাব, টাকা তোলার লাইনেই মৃত্যু বৃদ্ধের

টাকার সমস্যায় মৃত্যুর ঘটনা এই প্রথম নয়৷ The post ব্যাঙ্কে টাকার অভাব, টাকা তোলার লাইনেই মৃত্যু বৃদ্ধের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:05 AM Nov 12, 2016Updated: 07:36 PM Nov 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা জানিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে কোনও সমস্যা ডেকে আনছে না৷ কেবল কালো টাকা আমানতকারীরাই নাকি এই সিদ্ধান্তে নাজেহাল হচ্ছেন৷ কিন্তু এই ঘটনায় যে সাধারণ মানুষ বিস্তর ভোগান্তির শিকার হচ্ছেন, সেই ঘটনার নজির আবারও দেখা গেল মুম্বইয়ে৷ শুক্রবার মুম্বইয়ের মুলুন্দে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনেই মৃত্যু হল এক বৃদ্ধের৷ জানা গিয়েছে, বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করার জন্য তিনি ব্যাঙ্কের লাইনে বহুক্ষণ দাঁড়িয়ে ছিলেন৷ আর অপেক্ষা করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি৷ দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

Advertisement

টাকার সমস্যায় মৃত্যুর ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও টাকা বাতিলের ঘটনা সম্পর্কে ভুল তথ্য পেয়ে আতঙ্কে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার৷ সেই ঘটনার পুনরাবৃত্তিই আবার এদিন ঘটল মুম্বইয়ে৷

The post ব্যাঙ্কে টাকার অভাব, টাকা তোলার লাইনেই মৃত্যু বৃদ্ধের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement