সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা-সহ গোটা রাজ্যে হুড়মুড় করে বাড়ছে করোনা (Covid) আক্রান্তের সংখ্যা। গোটা দেশের অবস্থাও একই। এর মধ্যেই জানা গিয়েছে, দিল্লিতে (Delhi) সাম্প্রতিক আক্রান্তের ৮১ শতাংশই করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনে (Omicron) আক্রান্ত। এবার দেশের কোভিড টাস্ক ফোর্সের চেয়ারম্যান বললেন, মেট্রো শহরগুলির ৭৫ শতাংশ কোভিড রোগীই ওমিক্রনে আক্রান্ত। এর মধ্যে রয়েছে শহর কলকাতাও।
কোভিড টাস্ক ফোর্সের চেয়ারম্যান ডাক্তার ডি কে আরোরার (Dr. DK Arora) বক্তব্য, ভারতে তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। মুম্বই (Mumbai), দিল্লি ও কলকাতার মতো বড় শহরগুলির ৭৫ শতাংশ কোভিড রোগীই অতি সংক্রামক করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন।
[আরও পড়ুন: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬,০৭৮, একলাফে অনেকটা বাড়ল পজিটিভিটি রেট]
সোমবার কোভিড টাস্ক ফোর্সের চেয়ারম্যান বলেন, “ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খবর মিলেছিল। পরের সপ্তাহে দেশে ১২ শতাংশ ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে। গত সপ্তাহে হিসেবটা ছিল ২৮ শতাংশ। এতএব, বোঝাই যাচ্ছে ওমিক্রন দ্রুত হারে বাড়ছে গোটা দেশজুড়ে।” অরোরা আরও বলেন, “এর পাশাপাশি আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নজরে আনতে চাইছি। তা হল দিল্লি, মুম্বই, কলকাতার মতো বড় শহরগুলির ৭৫ শতাংশ রোগীই কিন্তু ওমিক্রনে আক্রান্ত। বিশেষ করে দিল্লির কথা আলাদা করে বলতেই হবে।” কোভিড টাস্ক ফোর্সের চেয়ারম্যান স্পষ্ট করেছেন, “ভারতে যে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়েতে তা স্পষ্ট হয়ে গিয়েছে। আর তৃতীয় ঢেউয়ের জন্য দায়ী করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনই।
[আরও পড়ুন: করোনা আক্রান্ত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, রয়েছেন হোম আইসোলেশনে]
প্রসঙ্গত, আজই মুম্বই-গোয়ার (Mumbai-Goa) একটি ক্রুজের ৬৬ জন যাত্রী কোভিড পজিটিভ বলে জানা গিয়েছে। কোভিড উদ্বেগ বাড়ছে দিল্লিতেও। রাজধানীর নতুন আক্রান্তের ৮১ শতাংশই করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্ত বলে জানা গিয়েছে। অন্যদিকে বর্তমান আতঙ্কের পরিবেশে পড়ুয়াদের অফলাইন ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বইয়ে। সংক্রমণ বাড়তে থাকায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অফলাইন ক্লাস বন্ধ করে দিয়েছে বৃহত মুম্বই পৌরনিগম।