shono
Advertisement

রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে হাজারের নিচে নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

রাজ্যের পজিটিভিটি রেট কমে ২.১৯ শতাংশ। 
Posted: 07:16 PM Jul 05, 2021Updated: 10:27 PM Jul 05, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাইয়ের গোড়া থেকে আশার আলো দেখাচ্ছিল রাজ্যের করোনা (CoronaVirus) পরিস্থিতি। নিম্নমুখী হয়েছিল সংক্রমণের গ্রাফ। সোমবার একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। দীর্ঘদিন পর এক হাজারের নিচে নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কমেছে মৃ্ত্যুও। সবমিলিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে বাংলা। ফিরছে স্বাভাবিক ছন্দে।

Advertisement

সোমবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, একদিন এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। তাঁদের মধ্যে ১০৯ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এই জেলায় দৈনিক সংক্রমণ সর্বোচ্চ। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ জন। উত্তর ২৪ পরগনা ছাড়া অন্য কোনও জেলায় ১০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মেলেনি। এই পরিসংখ্যান নিসন্দেহে স্বস্তি দিচ্ছে রাজ্য স্বাস্থ্যদপ্তরকে। এদিন রাজ্যে ৪০ হাজার ৩৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় রাজ্যের পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ২.১৯ শতাংশ। 

[আরও পড়ুন: ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া, সোদপুরে ৭ দিন স্বামীর দেহ আগলে বসে রইলেন স্ত্রী]

এদিকে এদিন বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১৪ লক্ষ ৭০ হাজার ৫১২ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৩ শতাংশ। চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫০। যা রবিবারের তুলনায়  ৮৩০ জন কম। 

শুধু দৈনিক সংক্রমণ নয়, কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। তাঁদের মধ্যে ৩ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। দৈনিক মৃত্যুর নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে এই জেলা। একই সময়ে কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলা থেকে মৃত্যুর খবর মিলেছে।  তবে একই সময়ে এ রাজ্যে করোনাযুদ্ধে জয়ী হয়েছেন ১৬৯৭ জন। যা দৈনিক আক্রান্তের প্রায় দ্বিগুন। রাজ্যে করোনার শৃঙ্খল ভাঙলে কড়া বিধিনিষেধ জারি হয়েছিল। মিলেছে তার সুফলও। কিন্তু তৃতীয় ঢেউ রুখতে রাজ্যবাসীকে কোভিডবিধি মেনে চলার আবেদন জানাচ্ছে চিকিৎসকেরা। 

[আরও পড়ুন: ছাত্রবিক্ষোভের জের, নিরাপত্তার স্বার্থে বন্ধ বিশ্বভারতীর সামনের রাস্তা, বিপাকে পথচারীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement