shono
Advertisement

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, নদীতে বাস উলটে চালক-সহ মৃত ৯

মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা।
Posted: 05:34 PM Dec 15, 2021Updated: 07:18 PM Dec 15, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের জাল্লেরু (Jalleru River of Andhra Pradesh) নদীতে বাস উলটে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। ঘটনায় মৃত্যু হয়েছে চালক-সহ ৯ জনের। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্টের (Andhra Pradesh State Road Transport Bus) বাসটি চলন্ত অবস্থায় ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

Advertisement

বুধবার দুর্ঘটনা ঘটেছে পশ্চিম গোদাবরী জেলার জাঙ্গারেড্ডি গুডেম মন্ডলের জিল্লেরুভাগুতে (Jilleruvagu in Jangareddygudem Mandal in West Godavari district)। অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্টের তরফে জানানো হয়েছে, উলটো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্টের বাসটি। এরপরই সেটি উলটে গিয়ে নদীতে পড়ে যায়।

[আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, ৫ মহিলা-সহ ছ’জন দিনমজুরকে পিষে দিল লরি]

এস পি রাহুল দেব (SP Rahul Dev) জানিয়েছেন, ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এঁদের মধ্যে ওই বাসের চালকও রয়েছেন। ৮ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একজনের। আহত হয়েছেন মোট ২২ জন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৪৭ জন যাত্রী ছিলেন।

এদিকে জোরকদমে উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ঘটনাস্থলে তাদের আসার আগেই অবশ্য স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। বেশ কিছু যাত্রী বাসের জানলা গলে বেরিয়ে প্রাণ বাঁচান। আহতদের চিকিৎসার জন্য জাঙ্গারেড্ডি গুডেমের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

ভয়াবহ এই দুর্ঘটনায় খবর পেয়ে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি (CM YS Jagan Mohan Reddy)। মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের (Rs 5 Lakh Ex-Gratia For Each Passenger)  কথা ঘোষণা করেছেন তিনি।

[আরও পড়ুন: ভোররাতে অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৪, গুরুতর আহত আরও ৪]

প্রসঙ্গত, গত মাসেই অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে (Anantapur) ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় একটি অটো রিক্সা। ঘটনায় মৃত্যু হয় ৫ মহিলা-সহ ৬ জনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement