shono
Advertisement
Rajasthan

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ি-ট্রাকের সংঘর্ষে মৃত অন্তত ৯

আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
Posted: 08:48 AM Apr 21, 2024Updated: 08:48 AM Apr 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার শেষ রাতে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে (Rajasthan)। ট্রাক ও গাড়ির সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে, গাড়িটি মধ্যপ্রদেশের একটি বিয়েবাড়ি থেকে ফিরছিল।

Advertisement

মরুরাজ্যের ঝালওয়ারে ঘটেছে এই দুর্ঘটনা (Accident)। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ৫২ নম্বর জাতীয় সড়কে বিয়েবাড়ি থেকে ফেরার সময় আচমকাই দ্রুতগতির একটি ট্রাক এসে পড়ে গাড়িটির সামনে। ভয়ংকর সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৯ জনেরই।

[আরও পড়ুন: প্রকাশ্যেই স্মরণ করান ‘রাজধর্ম’, মরিয়া চেষ্টাতেও মোদিকে সরাতে পারেননি বাজপেয়ী! কেন?]

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। সকলে একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকে থাকা এক ব্যক্তি। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ের মধ্যে রাজস্থানে এটা দ্বিতীয় বড় দুর্ঘটনা। একটি ডাম্পার চাপা দিয়ে যায় পাঁচজনকে। তবে সেই ঘটনায় চালকের সঙ্গে বাকিদের বচসা ও প্রতিশোধস্পৃহা থেকে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

[আরও পড়ুন: দূরদর্শনের গেরুয়াকরণে ‘স্তম্ভিত’ মমতা, কমিশনকে ব্যবস্থা নেওয়ার আর্জি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement