সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে চার বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের (Assault) অভিযোগ উঠল ৯ বছরের এক বালকের বিরুদ্ধে। ওই দুই পরিবার প্রতিবেশী বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের (Maharashtra) এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পুলিশ তদন্ত শুরু করেছে। POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ছেলেটির বিরুদ্ধে।
ঠিক কী হয়েছিল? পূর্ব কল্যাণের বিঠ্ঠলে পাশাপাশি থাকত দুই পরিবার। মেয়েটির পরিবারের অভিযোগ, ছেলেটি তাকে খেলার জন্য ডেকেছিল। তারপর তাদের বাড়ির পিছনে নিয়ে গিয়ে তার উপর নির্যাতন চালায় সে। যদিও বাড়ি ফিরে শিশুটি তার মা কিংবা অন্য কাউকে কিছু বলেনি। কিন্তু অচিরেই তার স্বাস্থ্যের অবনতি হয়। সেই সময়ই পুরো বিষয়টি জানতে পারে তার পরিবার।
[আরও পড়ুন: উত্তর-পূর্ব ভারতেও জাল বুনছে আল কায়দা, অসমের মাদ্রাসা থেকে গ্রেপ্তার ৬ জেহাদি]
জানা গিয়েছে, শিশুটির মা মেয়ের অবস্থায় দেখেই আন্দাজ করেন কী হয়েছে। তারপর তাঁর করা প্রশ্নের উত্তরে মেয়ের প্রতিক্রিয়া দেখেই তিনি নিশ্চিত হন। গত ১৫ এপ্রিল তিনি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পকসো আইনে অভিযোগ দায়ের করে।
পুলিশ তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আটক করা হয়নি ওই বালককে।