সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিড ডে মিলে (Mid-day meal) মরা টিকটিকি! বিহারের বাঁকা জেলার এক সরকারি স্কুলে সেই খাবার খেয়ে অসুস্থ হল অন্তত ৯৩ জন পড়ুয়া। যদিও স্কুল কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পড়ুয়াদের দাবি, খাবারে মরা টিকটিকি ছিল। যা খাওয়ার পরই তারা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে। দেখা যায় অনেকেই বমি করছে। অনেককে দেখা যায় পেটের ব্যথায় কাতরাতে। তাদের দ্রুত রাজাউন ব্লকের স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হলে পরে ছেড়ে দেওয়া হয়।
[আরও পড়ুন: বন্দে ভারতে প্রস্রাব করতে উঠে বিপত্তি, ভোপাল থেকে উজ্জয়িনী পৌঁছে গেলেন যুবক]
সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টাকে উড়িয়ে দিতে দেখা গিয়েছে জেলা প্রশাসনকেও। বাঁকা জেলার সভাপতি অংশুল কুমার জানিয়েছেন, ”অসুস্থতার খবর পেয়েই এক ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। মিড ডে মিলে কোনও টিকটিকি ছিল না। যখনই মিড ডে মিল রান্না হয়, শিক্ষক ও রাঁধুনিরা সবার আগে সেই খাবার খেয়ে দেখেন। তারপর তা পরিবেশন করা হয়।” ওই পড়ুয়ারা কেন অসুস্থ হয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।