সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনব কায়দায় সোনা পাচারের ছক। যদিও পাচারের আগেই গোয়েন্দাদের জালে ধরা পড়লেন পাচারকারী। উদ্ধার হল প্রায় ১ কেজি সোনা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) তিরুচিরাপল্লি বিমানবন্দরে (Tiruchirappalli airport)। অভিযুক্ত ওই পাচারকারী দুবাই থেকে বিমানে ভারতে (India) আসছিলেন বলে জানা গিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে আসছিলেন যাত্রী। বিমান থেকে নামার পর ওই যাত্রীর আচরণে সন্দেহ হয় বিমানবন্দর কর্তৃপক্ষের। প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের (AIU) আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের সময় যাত্রীর কথায় অসঙ্গতি ধরা পড়ে। টানা জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন ওই যাত্রী। স্বীকার করে নেন সোনা পাচারের কথা। এর পর ওই যাত্রীর মলদ্বার থেকে উদ্ধার হয় ৯৭৭ গ্রাম সোনা। ২৪ ক্যারেট এই সোনার আনুমানিক দাম ৭০.৫৮ লক্ষ টাকা।
[আরও পড়ুন: একজনও মুসলিম প্রার্থী নেই! মহারাষ্ট্র কংগ্রেসে ‘সংখ্যালঘু বিদ্রোহ’, ‘মজা’ দেখছে বিজেপি]
তদন্তকারীদের তরফে জানা যাচ্ছে, ওই যাত্রীর মলাশয়ে ১০৮১ গ্রাম পেস্টের মতো সামগ্রীর ৩ টি প্যাকেট উদ্ধার করা হয়। যার ভিতরে লুকানো ছিল সোনা। ইতিমধ্যেই ওই যাত্রীকে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কোথায়, কাকে এই সোনা পাচারের উদ্দেশ্যে ছিল অভিযুক্ত, তা জানার চেষ্টা চলছে।
[আরও পড়ুন: NDA বনাম INDIA লড়াইয়ে ‘কালো ঘোড়া’ এক নির্দল, বিহারের এই কেন্দ্রের লড়াইয়ে নজর গোটা দেশের]
উল্লেখ্য, গত মার্চ মাসে তিরুচিরাপল্লি বিমানবন্দরে পাচারের আগেই উদ্ধার করা হয়েছিল ৪১০ গ্রাম সোনা। যার বাজার মূল্য ছিল ২৬.৬২ লক্ষ টাকা। এই ঘটনায় সিঙ্গাপুরের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, এর মধ্যেই ৩৩০ গ্রাম ২৪ ক্যারেট সোনা একই পন্থায় মলদ্বারে লুকিয়ে পাচারের চেষ্টা চলছিল। অন্য এক যাত্রীর ব্যাগ থেকে ২২ ক্যারেটের ৮০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।