সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন কংগ্রেস নেতা বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ! এমন বিরল কাণ্ড প্রকাশ্যে এল সোমবার। কোভিড মহামারীর সময় গোটা বিশ্বকে পথ দেখিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। একাধিক দেশ ভারতের তৈরি ভ্যাকসিনে উপকৃত হয়েছে। এই ঘটনা বিশ্ববন্ধুত্বের শক্তিশালী উদাহরণ। নিজের কলামে মন্তব্য করলেন কংগ্রেস নেতা। এই ঘটনায় নতুন রাজনৈতিক সমীকরণের গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।

'দ্য উইক' পত্রিকায় নিজের কলামে শশী থারুর লিখেছেন, কোভিড মহামারী চলাকালীন ভারতের ভ্যাকসিন কূটনীতি সেই সময়ের ভয়াবহতার মধ্যে আন্তর্জাতিক নেতৃত্বের একটি শক্তিশালী উদাহরণ। সংকটের সময়ে ১০০টির বেশি দেশে ভারতে তৈরি টিকা সরবরাহ ক'রে, সাহায্যের হাত বাড়িয়ে নিজের ক্ষমতা বুঝিয়ে দিয়েছে ভারত। শুধু কোভিড ভ্যাকসিনের কথা বলেই থামেননি থারুর। আরও বলেন, "ভারতের কাজ কেবল টিকা সরবরাহে সীমাবদ্ধ ছিল না, বরং নেপাল, মালদ্বীপ এবং কুয়েতে ভারতের সামরিক চিকিৎসকদের পাঠানো হয়েছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলির চিকিৎসাকর্মীদের জন্য অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছিল। মোদি সরকারের এই সমস্ত কাজের ভূয়সী প্রশংসা করেন থারুর।
উল্লেখ্য, বিজেপি সরকারের প্রতি শশী থারুরের প্রশংসা এমন সময় এল, যখন দলের সঙ্গে ক্রমশ বিরোধিতা বাড়ছে প্রবীণ এই নেতার। মূলত কেরলের নেতৃত্ব নিয়েই দ্বন্দ্ব। অতএব, থারুরের প্রবন্ধে মোদির সরকারের ঢালাও প্রশংসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অদূর ভবিষ্য়তে কি শিবির বদল করতে পারেন শশী? সেই প্রশ্নও উঠছে।