সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৃশংস জোড়া খুন ঝাড়খণ্ডে। লোহার কড়াই মাথায় ঠুকে ঠুকে স্ত্রী ও পাঁচ বছরের সন্তানকে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে। দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড বলে জানা গিয়েছে। মৃত্যু নিশ্চিত করতে মা ও ছেলের গলায় ব্লেড চালান অভিযুক্ত। সরাইকেলা জেলার কাপালি ওপি এলাকার এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুখরাম মুণ্ডা। সোমবার সকালে তিনি স্ত্রী পার্বতী দেবী এবং পাঁচ বছরের ছেলেকে খুন করে পালানোর চেষ্টা করেন। যদিও পরে ধরা পড়ে যান। প্রতিবেশীরা জানিয়েছেন, মদ খাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি হত যুবকের। নিয়মিত ঝগড়া হত। সোমবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এক সময় মেজাজ হারিয়ে লোহার কড়াই দিয়ে ঠুকে ঠুকে স্ত্রী ও পাঁচ বছরের ছেলে খুন করেন সুখরাম। মৃত্যু নিশ্চিত করতে গলায় ব্লেড চালান।
মহিলা ও শিশুর আর্তনাদ শুনে ছুটে এসেছিলেন প্রতিবেশীরা। ঘরে ঢুকে দেখেন রক্তে ভেসে যাচ্ছে মেঝে। মেঝেতে পড়ে আছে মহিলা ও শিশুর নিথর দেহ। পালিয়ে গিয়েছেন সুখরাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। খুনের 'অস্ত্র' লোহার কড়াই ও ব্লেড সংগ্রহ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সুখরামকে।