সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বড় কোনও বদল নেই রাজ্যের কোভিড গ্রাফে (Covid-19)। শনিবারের রিপোর্ট অনুযায়ী, বাংলায় একদিনে করোনা আক্রান্ত এক হাজার ছুঁইছুঁই। বেড়েছে মৃত্যুও। ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটও (Positivity Rate)। এই পরিস্থিতিতে প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে দুই জেলা-কলকাতা ও উত্তর ২৪ পরগনা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা (Corona Virus) আক্রান্ত ৯৮০ জন। যা শুক্রবারের তুলনায় সামান্য কম। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (Kolkata)। তিলোত্তমায় একদিনে ২৭২ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১৪৮ জন। দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (৮৫), চতুর্থ স্থানে হাওড়া (৮২)। অন্যান্য জেলা থেকেও মিলেছে সংক্রমিতের হদিশ। তার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯১ হাজার ৯৯৪ জন।
[আরও পড়ুন: খড়দহে বাংলাদেশি ভোটার! বিজেপি প্রার্থীর অভিযোগে অশান্তি, জখম কাজল সিনহার ছেলে]
রাজ্যে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। একদিনে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর খবর মিলেছে উত্তর ২৪ পরগনা থেকে। একদিনে প্রাণ গিয়েছে ৫ জনের। ৪ জনের মৃত্যু হয়েছে কলকাতায়।এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে মোট ১৯ হাজার ১২৬ জনের। মৃত্যুর হার ১.২০ শতাংশ।
করোনাকে হারিয়ে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন বহু মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডজয়ীর সংখ্যা ৮৮০ জন। ফলে রাজ্যে করোনামুক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৬৪ হাজার ৫৫৮ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদিন পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.০৮ শতাংশ। এই পরিসংখ্যানটাই চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যকর্তাদের।
[আরও পড়ুন: ক্যাপসুল, মোবাইল কভারের ভিতর দিয়ে পাচারের চেষ্টা! পেট্রাপোলে উদ্ধার প্রায় দেড় কেজি সোনা]
এদিকে, আগামী ৩১ অক্টোবর থেকে রাজ্যে চালু হবে লোকাল ট্রেন (Local Train)।জিম, শপিং মল, রেস্তরাঁ, সিনেমা হল, থিয়েটার, অডিটোরিয়াম, কোচিং সেন্টার-সহ প্রায় প্রতিক্ষেত্রেই ৭০ শতাংশ উপস্থিতির নির্দেশিকা জারি হয়েছে। অন্যান্য দিন নৈশকালীন কড়াকড়ি জারি থাকলেও কালীপুজো এবং ছটপুজোয় রয়েছে ছাড়। এমন পরিস্থিতিতে আমজনতাকে কোভিডবিধি মেনে চলার আবেদন জানিয়েছেন চিকিৎসকেরা।