shono
Advertisement

একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, কলকাতায় একদিনে আক্রান্ত ৩৮০

ভোটের বাংলায় নতুন করে ত্রাস ছড়াচ্ছে করোনা।
Posted: 08:21 PM Mar 31, 2021Updated: 08:34 PM Mar 31, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। মঙ্গলবারের সরকারি রিপোর্ট অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬২৮ জন। দ্বিতীয় দফা নির্বাচনের ঠিক আগের দিন একধাক্কায় সংক্রমিতের সংখ্যা প্রায় ৩০০ বাড়ল। তবে স্বস্তি দিয়েছে রাজ্যে করোনা মৃত্যু।

Advertisement

স্বাস্থ্যদপ্তরের বুধবার সন্ধের  রিপোর্ট বলছে, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা সাম্প্রতিক কালে রেকর্ড। ফলে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৮৬ হাজার ৯১৫ জন। চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দুই জেলা। ভোটের মুখে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। 

[আরও পড়ুন : ‘১০ বছরে মমতা ধর্মের নামে রাজনীতিকে গা সওয়া করিয়েছেন’, তোপ সেলিমের]

 এদিনও সর্বাধিক সংক্রমণের সাক্ষি হয়ে রইল কলকাতা। একদিনে আক্রান্ত ৩৮০ জন। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা। যেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ২১২ জন। আর কোনও জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেনি। স্বস্তি দিয়ে উত্তরের কালিম্পংয়ে নতুন আক্রান্তের হদিশ মেলেনি। 

এদিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৭৭৫ জন। গত ২৪ ঘটনায় চিকিৎসাধীন কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৭২ জন। বাড়তে থাকা চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা  ভাবাচ্ছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। তবে ইতিমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৭০ হাজার ৮১১ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী হয়েছেন ৫০৮ জন। এদিনে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.২৬ শতাংশ।

[আরও পড়ুন : ‘মমতা জখম হলে নাটক, ওরা মার খেলে হামলা?’ বারাকপুরের অশান্তি নিয়ে বিজেপিকে তোপ মদনের]

গত ২৪ ঘণ্টায় বাড়েনি মৃতের সংখ্যা। একদিনে রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২ জনের। তাঁরা কলকাতা ও উত্তর ২৪ পরগণার বাসিন্দা। ফলে এদিন রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা।  গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫৩৭ জনের লালারস পরীক্ষা করা হয়েছে।  এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হল রাজ্যে ৯১ লক্ষ ৭২ হাজার ৫৯৯। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement