shono
Advertisement

সোশ্যাল মিডিয়ায় নাবালিকাকে হেনস্তা, গ্রেফতার অভিযুক্ত

নাবালিকার প্রোফাইল থেকে তদন্তকারী দলের সদস্যরা কথা বলে ওই উত্যক্তকারী যুবকের সঙ্গে৷ The post সোশ্যাল মিডিয়ায় নাবালিকাকে হেনস্তা, গ্রেফতার অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 09:05 PM Oct 05, 2016Updated: 03:38 PM Oct 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বন্ধুত্ব করে নাবালিকাকে উত্যক্ত করার দায়ে এক ২২ বছরের যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ৷ অভিযোগ, একাধিক মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে তাদের ঘনিষ্ঠ হওয়ার জন্য জোর করত ওই যুবক৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর, শিকারিকে নিজের ফাঁদেই পা দিতে বাধ্য করল দিল্লি পুলিশ৷

Advertisement

পুলিশ সূত্রের খবর, জগদীপ নামে ওই যুবক বিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে পড়াশুনা করছে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সে মহিলাদের, বিশেষত স্কুল পড়ুয়া মেয়েদেরকে বন্ধুত্বের অনুরোধ পাঠাত৷ কোনও মেয়ে যদি তার আবেদনে সাড়া দিত, প্রথমে তার সঙ্গে ভাল বন্ধুত্ব করে তারপর তাকে ঘনিষ্ঠ হওয়ার জন্য উত্যক্ত করত৷ এমনকী অন্যথায় মেয়েদের অশ্লীল ছবি বাজারে ছড়িয়ে দেবে বলে ভয়ও দেখাত৷

দিল্লি পুলিশের আধিকারিক বিজয় কুমার জানিয়েছেন, কীর্তিনগর থানায় এক ব্যক্তি প্রথম এই ঘটনাটি জানান৷ তিনি অভিযোগ করেন তাঁর এক পরিচিত নাবালিকাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন অজ্ঞাতপরিচয় যুবক হেনস্তা করছে৷ ওই ব্যক্তি জানান, মেয়েটিকে ওই যুবক অশ্লীল প্রস্তাব দিয়েছে এবং তার প্রস্তাবে সাড়া না দিলে তার ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে৷

ওই ব্যক্তির অভিযোগের উপর ভিত্তি করেই পুলিশ সিদ্ধান্ত নেয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমেই ওই যুবকের কাছে পৌঁছাবে পুলিশ৷ ওই একই নাবালিকার প্রোফাইল থেকে তদন্তকারী দলের সদস্যরা কথা বলে ওই উত্যক্তকারী যুবকের সঙ্গে৷ সেই সূত্র ধরেই শেষ পর্যন্ত জগদীপকে ধরে ফেলে পুলিশ৷

৩৫৪ ধারায় যৌন হেনস্তার মামলা দায়ের করে জয়দীপ সিংকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ৷

 

The post সোশ্যাল মিডিয়ায় নাবালিকাকে হেনস্তা, গ্রেফতার অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement