স্টাফ রিপোর্টার: ফের জমি বিবাদে উত্তপ্ত হয়ে উঠল নিউটাউন৷ জমি কেড়ে নিতে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল৷ অভিযোগের তির নিউটাউনেরই প্রাক্তন এক বিধায়কের বিরুদ্ধে৷ শিশির পুততুণ্ড নামের এক বৃদ্ধ নিউটাউন থানায় অভিযোগ জানিয়েছেন, যাত্রাগাছী পূর্বপাড়ায় তাঁর একটি জমি কেড়ে নিতে বহুদিন ধরে চাপ সৃষ্টি করছে স্থানীয় জমি মাফিয়ারা৷ তারই ফলশ্রূতিতে গত সোমবার বাড়ির বাইরে তাঁকে বেধড়ক মারধর করে তারা৷ মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে, কম দামে জমি বিক্রি করতে হুমকি পর্যন্ত দিয়েছে ওই দুষ্কৃতীরা৷ তাঁকে বাঁচাতে এলে তাঁর এক প্রতিবেশীকেও আক্রমণের মুখে পড়তে হয়েছে৷
সোমবার আক্রান্ত হওয়ার পর নিউটাউন থানায় অভিযোগ জানান ৭০ বছরের বৃদ্ধ শিশির পুততুণ্ড৷ অভিযোগে রাজারহাট এলাকার এক প্রাক্তন বিধায়কের নাম উল্লেখ করেছেন তিনি৷ জানিয়েছেন, প্রাক্তন বিধায়কের অনুগামীরাই তাঁর ওপর হামলা চালিয়েছে৷
সোমবার রাতে তিনি দোকানে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছিলেন৷ সে সময় তাঁকে ঘিরে ধরে সাত-আট জনের একটি দল৷ জমিটি পুজোর পর বিক্রি করে দিতে হুমকি দেয় তারা৷ তিনি রাজি না হলে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়৷ তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ জানান তিনি৷ সে সময় এক প্রতিবেশী যুবক তাঁকে উদ্ধার করতে এলে তাঁকেও রাস্তার ওপর ফেলে পেটানো হয় বলে অভিযোগ জানিয়েছেন শিশিরবাবু৷ তিনি জানাচ্ছেন, এর আগেও তাঁকে জমিটি কমদামে বিক্রি করে দিতে চাপ দেওয়া হয়েছে৷ তিনি রাজি না হওয়ায় সোমবার তাঁর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে মাফিয়ারা৷ তাঁর অভিযোগ, প্রাক্তন ওই বিধায়ক বর্তমানে যাত্রাগাছী এলাকার এক সিন্ডিকেট চাঁইয়ের সঙ্গে মিলে জমির দখলদারি চালাচ্ছে৷ এই দলটিই তাঁর ওপর হামলা চালিয়েছে৷ প্রাণনাশের আশঙ্কা করছেন ওই বৃদ্ধ৷
The post জমি দিতে নারাজ বৃদ্ধকে পেটাল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.