shono
Advertisement
Extra marrital affair

বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনে 'খুন', রাজাবাজার হত্যাকাণ্ডে গিরিডি থেকে ধৃত অভিযুক্ত

অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ছুরি।
Published By: Sucheta SenguptaPosted: 06:46 PM Dec 28, 2025Updated: 06:48 PM Dec 28, 2025

অর্ণব আইচ: একসপ্তাহের মধ্যেই বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরে রাজাবাজারে যুবক খুনের কিনারা করে ফেলল কলকাতা পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত সন্দেহে পাশের রাজ্য ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। সেইসঙ্গে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ছুরি এবং স্কুটারও। ধৃতের নাম মহম্মদ মুসলিম। মৃত মেহবুব আলমের স্ত্রী জাহিদা খাতুনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ গ্রেপ্তার করে খুনিকে। তাকে রাতে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতায়।

Advertisement

ঘটনা গত ২২ ডিসেম্বর। রাজাবাজার ক্রসিংয়ের সামনে কে সি সেন স্ট্রিটে হত্যাকাণ্ডটি ঘটেছে। খুন হন মেহবুব আলম নামে বছর একচল্লিশের ব্যক্তি। তাঁর স্ত্রী জাহিদার অভিযোগের ভিত্তিতে আমহার্স্ট্র স্ট্রিট থানার পুলিশ তদন্তে নামে। জানা যায়, ২২ তারিখ রাতে একটি কালো স্কুটারে চড়ে কে সি সেন রোডের সামনে এপিসি রোডের উপর মেহবুব আলমের উপর চড়াও হয় অভিযুক্ত মহঃ মুসলিম বা মুসলিম আনসরি। ছুরি দিয়ে কুপিয়ে খুনের পর সে স্কুটারে চড়েই পালিয়ে যায় সে। তার গতিবিধি খতিয়ে দেখতে গিয়ে পুলিশ জানতে পারে, রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছে মহঃ মুসলিম।

শেষমেশ জানা যায়, গিরিডির বিরনিতে কাপিলো গ্রামে গা ঢাকা দিয়েছে আততায়ী। সেখানে তল্লাশি চালিয়ে রবিবার সকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয় মহঃ মুসলিমকে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত কালো স্কুটার ও ছুরি। জেরা করে পুলিশ জানতে পেরেছে, তার সঙ্গে নিহত মেহবুব আলমের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়ে টানাপোড়েন চলছিল। তার জেরেই মেহবুবকে খুন করেছে মুসলিম আনসারি। রবিবার তাকে গিরিডির আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। রাতেই তাকে কলকাতায় আনা হতে পারে। সোমবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে রাজাবাজারে যুবক খুনের কিনারা করে ফেলল পুলিশ।
  • একসপ্তাহর মধ্যেই ঝাড়খণ্ড থেকে ধৃত অভিযুক্ত মহঃ মুসলিম ওরফে মুসলিম আনসারি।
  • উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ছুরি, স্কুটার।
Advertisement