shono
Advertisement

প্রেমিকের টানে পাসপোর্ট ছাড়াই ভারতে আসার চেষ্টা, বাধা পেয়ে এ কী করলেন বাংলাদেশি তরুণী!

বাংলাদেশে গিয়ে বিপাকে প্রেমিক!
Posted: 07:52 PM Feb 13, 2024Updated: 07:52 PM Feb 13, 2024

সুকুমার সরকার, ঢাকা: দেশের গণ্ডি পেরিয়ে ভিন দেশের বাসিন্দার সঙ্গে প্রেম। ভারতের প্রেমিকের হাত ধরে বাংলাদেশী তরুণী এদেশে আসার চেষ্টা করতেই বিপত্তি। পাসপোর্ট না থাকায় সীমান্তে বাধা পেলেন তরুণী। এর পর বেনাপোল সীমান্তের কাছেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। প্রেমিক-প্রেমিকা উভয়কেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, ভারতের নাগরিক ওই যুবকের নাম চিন্ময় অধিকারী। তাঁর বয়স ৩৩ বছর। তাঁর প্রেমিকা কিসমত জাহান বৃষ্টি (২৫)। ফেসবুকে পরিচয় থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রেমিকার সঙ্গে দেখা করতে ১০ ফেব্রুয়ারি বাংলাদেশে যান চিন্ময়। দেখা করে বাড়ি ফেরার কথা ছিল ১২ তারিখ। এখানেই সমস্যার শুরু। প্রেমিকের সঙ্গে ভারতে আসার জন্য নাছোরবান্দা তরুণী। কিন্তু তাঁর কাছে নেই পাসপোর্ট। স্বাভাবিকভাবেই অভিবাসনে বাধা পান তিনি। এর পরই প্রেমিকের সঙ্গে অশান্তি শুরু হয়। এগিয়ে যান প্রেমিক। এদিকে বেনাপোল স্থলবন্দরে অবস্থিত সোনালী ব্যাংকের গলিতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তরুণী।

[আরও পড়ুন: আবু ধাবি সফরে মোদি, প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতের’ কথা শুনবেন হাজার হাজার প্রবাসী]

দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তা দেখতে পেয়ে বৃষ্টিকে উদ্ধার করেন। চিন্ময় ও বৃষ্টিকে স্থানীয় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বাবা-মাকে ডেকে বৃষ্টিকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। চিন্ময়কেও ফেরানো হয়েছে বাড়িতে।

[আরও পড়ুন: বিলেতে আমন্ত্রিত মমতা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়ে যাওয়ার সিদ্ধান্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement