সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেতু নাকি নদী? কর্ণাটকের দিকে তাকালে এই প্রশ্নই বারবার মনে হতে পারে৷ কারণ, বেশ কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে প্রায় গোটা কর্ণাটক৷ বন্যার সঙ্গে পাল্লা দিয়েছে অসুস্থতা৷ এই পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্সে করে রোগী নিয়ে যাওয়ার পথে বিপাকে পড়লেন এক চালক৷ কোন রাস্তা দিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাবেন, তা বুঝতেই পারছিলেন না তিনি৷ অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জীবন বিপন্ন করে বিপদে ঝাঁপিয়ে পড়ল বছর বারোর এক কিশোর৷ তাকে সাধুবাদ জানাচ্ছেন প্রায় সকলেই৷
[আরও পড়়ুন: ‘বর্ডার’ ছবির গান গেয়ে সেলিব্রিটি জওয়ান! ভিডিও শেয়ার করে প্রশংসা কিরেণ রিজিজুর]
রাইচূড়ের এক মহিলা তাঁর তিন সন্তানকে নিয়ে বাস করতেন৷ জলবন্দি অবস্থাতে সদ্যই মারা গিয়েছেন ওই মহিলা৷ তাঁর তিন সন্তানও গুরুতর অসুস্থ৷ এ খবর পাওয়া মাত্র অ্যাম্বুল্যান্স নিয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়৷ নিহত মহিলা এবং তাঁর তিন সন্তানকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন উদ্ধারকারী দলের সদস্যরা৷ কিন্তু কোনটা সেতু, তা বুঝতেই পারছিলেন না অ্যাম্বুল্যান্স চালক৷ এই পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স চালক ভেঙ্কটেশ নামে বছর বারোর এক কিশোরের কাছ থেকে সাহায্য চান৷ ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রটি নদীর তীরে খেলছিল৷ খেলা ছেড়ে ঘটনাস্থলে এগিয়ে আসে৷ জলে ডোবা রাস্তা দিয়ে ছুটতে শুরু করে সে৷ অ্যাম্বুল্যান্স চালক কিশোরকে অনুসরণ করেন৷ এভাবেই দৌড়তে দৌড়তে হাসপাতালে পৌঁছে যান প্রত্যেকে৷ প্লাবিত কর্ণাটকে কিশোরই এখন হয়ে গিয়েছে ‘সুপার হিরো’৷ সকলের মুখে মুখে ঘুরছে ভেঙ্কটেশের নাম৷ কিশোরের কীর্তিতে গর্বিত তাঁর পরিজনেরাও৷
[আরও পড়ুন: পর্যাপ্ত প্রমাণের অভাব, পেহলু খান হত্যামামলায় বেকসুর খালাস ৬ অভিযুক্ত]
বন্যায় ভাসছে কর্ণাটকের ২২টি জেলা৷ অন্তত ৬০ জনের বেশি মানুষ মারা গিয়েছে৷ আরও বাড়ছে মৃতের সংখ্যা৷ নিখোঁজ হয়ে গিয়েছেন কমপক্ষে ১৫ জন৷ প্রায় ১০০০টিরও বেশী অস্থায়ী শিবির খোলা হয়েছে৷ তাতেই আশ্রয় নিয়েছে বহু মানুষ৷ মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা নিহতদের পরিজনদের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন৷
The post জলে হেঁটেই পথপ্রদর্শন, হাসপাতালে পৌঁছতে অ্যাম্বুল্যান্সের গাইড কিশোর appeared first on Sangbad Pratidin.