shono
Advertisement

বল ভেবে বোমায় হাত, খাস কলকাতায় বিস্ফোরণে হাত উড়ল কিশোরের

কীভাবে বোমাটি এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Posted: 09:32 PM Feb 11, 2022Updated: 09:35 PM Feb 11, 2022

অর্ণব আইচ: খাস কলকাতায় বোমা বিস্ফোরণ। হাত উড়ল এক কিশোরের। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার মল্লিকবাড়ির কাছে পি কে টেগর স্ট্রিটে রীতিমতো উত্তেজনা ছড়ায়। ওই বোমাটি কীভাবে ঘটনাস্থলে এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জোড়াবাগান থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

Advertisement

বাড়ির সামনে বন্ধুবান্ধবদের সঙ্গে খেলা করছিল সঞ্জীব শ্রীবাস্তব নামে ওই কিশোর রাস্তায় খেলা করছিল। সেই সময় বল একটু দূরে দু’টি বাড়ির মাঝখানে পরিত্যক্ত জায়গায় গিয়ে পড়ে। আবর্জনা সরিয়ে বল কুড়োতে যায় সে। আবর্জনার মাঝে পড়ে থাকা বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে সঞ্জীব শ্রীবাস্তব নামে ওই কিশোরের ডান হাত উড়ে যায়।

[আরও পড়ুন: ‘আরেকবার ২০১৮ হলে ২০১৯ও হবে’, পুরভোটের আগে তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূলের যুবনেতা দেবাংশুর]

কিশোরটির বাবা নেই। মা পরিচারিকার কাজ করেন। অভাবী পরিবারের সন্তান বর্তমানে ভরতি হাসপাতালে। কে বা কারা ওই আবর্জনার ভিড়ে বোমাটি ফেলল, তা খতিয়ে দেখা হচ্ছে। জোড়াবাগান থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। 

উল্লেখ্য, গত মাসে উত্তর ২৪ পরগনার হালিশহর কোনা কলোনি এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। জগন্নাথ ঘাটের সামনে বিস্ফোরণে জখম হন বেশিরভাগ শিশু। মৃত্যু হয় বছর উনিশের এক যুবকও। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে খবর, গঙ্গার পাড়ে মজুত থাকা বোমা আচমকা ফেটেই দুর্ঘটনা ঘটেছে। সেখানে দীর্ঘ সময় ধরেই বোমা মজুত করত দুষ্কৃতীরা। বাচ্চারা ওই এলাকায় খেলতে গেলে বিস্ফোরণ ঘটে।এই ঘটনার তদন্তভার নিয়েছে এনআইএ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই খাস কলকাতায় বোমা বিস্ফোরণ। প্রাণহানি কিশোরের। 

[আরও পড়ুন: ‘দলবদল করেননি মুকুল, রয়েছেন বিজেপিতেই’, বিধায়ক পদ নিয়ে অভিযোগ খারিজ স্পিকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement