shono
Advertisement

দর্শকদের প্রিয় হয়েও অনুষ্ঠানে ব্রাত্য খুদে শিল্পী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে সমালোচনা

কেন আমন্ত্রণ পেল না শিশুশিল্পী স্যমন্তক? ক্ষুব্ধ অনুরাগীরা৷ The post দর্শকদের প্রিয় হয়েও অনুষ্ঠানে ব্রাত্য খুদে শিল্পী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে সমালোচনা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:54 PM Mar 17, 2019Updated: 06:54 PM Mar 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্ঞান হওয়ার পর থেকেই জীবনের বাকি সব শিক্ষার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও পরিচিত হয়েছে টলিপাড়ার খুদে শিল্পী স্যমন্তক দ্যুতি মৈত্র৷ ছোটপর্দা, বড়পর্দা সবেতেই সাবলীলভাবে অভিনয় নজর কেড়েছে দর্শকদের৷ ইদানিং টেলি ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা বাড়ছে তার৷ বড়দেরও স্নেহভাজন হয়ে উঠেছে৷ কিন্তু বাস্তবে দেখা গেল, ছোট বলে কিছুটা অবহেলিতই রয়ে গিয়েছে স্যমন্তক৷ অন্তত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে৷

Advertisement

সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের যোগ্য জবাব দিলেন নুসরত

জি বাংলার বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান সোনার সংসার অ্যাওয়ার্ড৷ ছোটপর্দার ধারাবাহিকগুলির মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে পুরস্কার প্রদান৷ এই চ্যানেলে কাজ করা সমস্ত কলাকুশলীর আমন্ত্রণ থাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে৷ প্রত্যেকের কাছে আয়োজক সংস্থার তরফে আমন্ত্রণপত্র পৌঁছে যায়৷ ডাক পান প্রবীণ শিল্পীরাও৷ ছোটই হোক আর বড়, কোনও অভিনেতাই বাদ যাননি৷ এই অনুষ্ঠানে সকল অতিথিই সমান৷ সাধারণত এমনটাই হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে৷

স্পর্শকাতর বলে রাজ্যকে অপমান করা হচ্ছে, কমিশনে নালিশ সুবোধ-অরিন্দমদের

কিন্তু এবছর একটু ব্যতিক্রম৷ দেখা গেল, জি বাংলার দুটি ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে দর্শকের কাছে প্রিয় এবং পরিচিত মুখ হয়ে ওঠা সত্ত্বেও জি বাংলা সোনার সংসার ২০১৯-এ আমন্ত্রণ পেল না ছোট্ট স্যমন্তক৷ এই মুহূর্তে  ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে টিনটিন এবং ‘নেতাজি’তে নায়কের ছোটমামা রণেনের ভূমিকায় রোজ অন্দরে দেখা যায় তাকে৷ সোশ্যাল মিডিয়ায় নিজের আক্ষেপ আর চেপে রাখতে পারেনি সে৷ বলেছে, ‘জানি না, কেন বা কারা আমার আমন্ত্রণ পত্রটার কথা বেমালুম ভুলে গেল৷ তবে একটু দুঃখ হলেও রাগ করিনি কারুর উপর৷ কারণ, তাঁরা তো আমার খুব কাছের৷’ স্যমন্তকের এই পোস্ট নেটিজেনদের বেশ নজর কেড়েছে৷ অনেকেই এনিয়ে সমালোচনা করছেন৷ শিশুশিল্পী বলে উদ্যোক্তারা তাকে এভাবে ব্রাত্য করা হয়েছে বলে মনে করছে দর্শকদের একাংশ৷ প্রশ্ন উঠছে আয়োজকদের দায়িত্ববোধ নিয়েও৷ অনেকেই বলতে শুরু করেছেন, হতেই পারত যে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য সেরা শিশুশিল্পীর মনোনয়নে স্যমন্তকের নাম রয়েছে৷ কিন্তু যাকে অনুষ্ঠানেই ডাকা হয়নি, সে মনোনয়ন বা স্বীকৃতির সুযোগ থেকেই বঞ্চিত হল৷ তবে এই পোস্ট দেখে জি বাংলা সোনার সংসারের আয়োজকরা ড্যামেজ কন্ট্রোল করে তড়িঘড়ি স্যমন্তককে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে কি না, সেই উত্তর নির্ধারিত দিনের অনুষ্ঠান থেকেই মিলবে৷

The post দর্শকদের প্রিয় হয়েও অনুষ্ঠানে ব্রাত্য খুদে শিল্পী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে সমালোচনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার